৩ নভেম্বর ২০২৫

চমেক হাসপাতালে করোনা টেস্ট শুরু হচ্ছে শীঘ্রই

বাংলাধারা প্রতিবেদন »  

করোনার নমুনা পরীক্ষা করার জন্য ঢাকা থেকে ১ হাজার কিটসহ পিসিআর মেশিন চট্টগ্রাম মেডিকেল কলেজে (চমেক) এসে পৌঁছেছে। ল্যাবও পুরোপুরি প্রস্তুত। ঢাকা থেকে আজ রাতে ইঞ্জিনিয়ার এসে সব সেট করে মেশিন ইনস্টল করার কথা রয়েছে। সব মিলিয়ে আগামী ২-৩ দিন পর কলেজে নমুনা পরীক্ষা করা যাবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

সোমবার (২০ এপ্রিল) চমেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এস এম হুমায়ুন কবীর এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, আজ সকালে ১ হাজার কিটসহ পিসিআর মেশিন চট্টগ্রাম এসে পৌঁছেছে। ল্যাবও পুরোপুরি প্রস্তুত। তবে ঢাকা থেকে ইঞ্জিনিয়াররা এসে সব সেট করে মেশিন ইনস্টল করে দিলে আগামী ২-৩ দিন পর কলেজে নমুনা পরীক্ষা করা যাবে বলে আশা করছি।

বাংলাধারা/এফএস/টিএম

আরও পড়ুন