বাংলাধারা প্রতিবেদন »
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল (চমেক) এলাকায় সকল তামাকপন্য বিক্রয় বন্ধ করা হবে বলে জানিয়েছেন হাসপাতালের পরিচালক (ভারপ্রাপ্ত) ডা. আখতারুল ইসলাম।
আজ বৃহস্পতিবার (২৪ অক্টোবর) নিজ কার্যালয়ে বেলা ২টায় ইপসার কর্মকর্তাদের সাথে এক বৈঠকে এ কথা জানান তিনি।
তিনি বলেন, আইন অনুসারে হাসপাতাল শহভাগ ধূমপানমুক্ত। তাই হাসপাতাল এলাকায় ধূমপান বন্ধে তামাক বিক্রয় বন্ধে উদ্যোগ নেওয়া হবে। এছাড়া হাসপাতালের প্রবেশমুখে ডিজিটাল স্ক্রিনে ধূমপান ও তামাকবিরোধী প্রচারণা চালানোর কথাও জানান তিনি।
তিনি বলেন, চমেক হাসপাতালকে ধূমপানমুক্ত করতে ইতিমধ্যে অসংখ্য ধূমপানমুক্ত সতর্কতামূলক নোটিশ প্রদর্শন করা হয়েছে। আগামী সপ্তাহে আরো বেশ কয়েকটি সাইনেজ লাগানো হবে।
বৈঠকে উপস্থিত ছিলেন ইপসার প্রোগ্রাম অফিসার মো. ওমর শাহেদ হিরো, মিডিয়া ম্যানাজার সৈয়দ মোহন উদ্দিন।
বাংলাধারা/এফএস/টিএম













