বাংলাধারা প্রতিবেদন »
সন্দেহভাজন এক করোনাভাইরাস আক্রান্ত রোগী চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল থেকে পালিয়েছেন।
রবিবার (৫ এপ্রিল) সন্ধ্যায় ৫০ বছর বয়সী ওই রোগী পালিয়ে যান বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।
চমেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির উপ-সহকারী পরিদর্শক আলাউদ্দিন তালুকদার জানান, রোববার সকালে ব্যক্তিটির পরিবারের লোকজন তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করান। তিনি জ্বর, সর্দি, কাশি ও গলাব্যথায় ভুগছিলেন। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে অবজারভেশন ওয়ার্ড (সাবেক ক্যাজুয়ালিটি ওয়ার্ড) করোনা সন্দেহে ভর্তি করান। পরে করোনা সন্দেহে বিকেলে তার নমুনা সংগ্রহ করে চট্টগ্রাম ফৌজদারহাট বিআরটিআইডিতে পাঠানো হয়।
বাংলাধারা/এফএস/টিএম












