বাংলাধারা বিনোদন »
প্রত্যেক টা মানুষের মধ্যেই কিছু না কিছু প্রতিভা লুকিয়ে থাকে। সময়ের সাথে শুধু সেটা খুঁজে পাওয়ার অপেক্ষা। এরকমই এক অপেক্ষার অবসান ঘটিয়ে আজ খ্যাতির শীর্ষ চূড়ায় উঠেছেন বলিউডের জনপ্রিয় গায়িকা নেহা কক্কর। নেহার গান শোনেনি এমন যুবক যুবতী এযুগে খুঁজে পাওয়া মুশকিল। সাকি সাকি থেকে শুরু করে লন্ডন থুমাকদা গান প্রায় সকলেই শুনেছেন। ইন্ডিয়ান আইডলের মঞ্চের বিজেতা নেহা কক্কর আজ বলিউড সেলেব্রিটি। কিন্তু শুরু থেকেই এমন ছিল না তাঁর জীবন। নেহা কক্করের জীবন কাহিনী রীতিমত হার মানাতে পারে বলিউডের স্টোরিকেও।

একসময় নেহার বাবা ঋষিকেশ কক্কর স্কুল কলেজের বাইরে সিঙাড়া বিক্রি করতেন। আর নেহার মা নীকি কক্কর ছিলেন হোমমেকার। নেহার গোটা পরিবার প্রথমদিকে উত্তরাখণ্ডে একটি এক কামরার ঘরে থাকতেন। ঘরের মধ্যেই একটা টেবিল রেখে সেখানেই চলত রান্নাবান্না।

নেহা যখন গান গাওয়া শুরু করেন, তখন বয়স মাত্র ৪ বছর। গ্রামে সারা রাত ঠাকুরের অনুষ্ঠানে গান গেয়ে মাত্র ১০০ টাকা পারিশ্রমিক পেতেন। পরে গান নিয়ে কেরিয়ার গড়ার জন্য পরিবারের সঙ্গে দিল্লি চলে আসেন গায়িকা। এরপর ২০০৬ সালে ইন্ডিয়ান আইডল ২-তে প্রতিযোগী হয়ে অংশ নেন নেহা। প্রতিযোগিতায় না জিতলেও নেহার কাছে বিভিন্ন সিনেমায় গান গাওয়ার প্রস্তাব আসতে থাকে। এরপর আর পিছনে ফিরে তাকাতে হয়নি নেহাকে।

অনেক জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে ২০২০ সালের অক্টোবর মাসে পঞ্জাবি গায়ক রোহনপ্রীত সিংয়ের সঙ্গে সাত পাকে বাঁধা পড়েছিলেন এই জনপ্রিয় তারকা।

বাংলাধারা/এফএস/এআর













