২৫ অক্টোবর ২০২৫

চলচ্চিত্রকার আলমগীর কুমকুম বঙ্গবন্ধুর আদর্শে দুঃসময়ের সাংস্কৃতিক সংগঠক- এমপি মফিজুর রহমান

বাংলাধারা ডেস্ক »

বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের প্রতিষ্ঠাতা সভাপতি, প্রখ্যাত চলচ্চিত্র পরিচালক ও বীর মুক্তিযোদ্ধা আলমগীর কুমকুমের ৯ম মৃত্যুবার্ষিকীতে স্মরণ সভায় চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মফিজুর রহমান বলেন, বঙ্গবন্ধুর আদর্শ ও রাজনীতির চিন্তা চেতনাকে ব্যাপক হারে প্রচার এবং বিকশিত করার দীপ্ত শপথ নিয়ে ৪১ বছর আগে আলমগীর কুমকুম বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট প্রতিষ্ঠা করেছিলেন।

তিনি আরো বলেন, দেশের মহান মুক্তিযুদ্ধে তার অবদান অপরিসীম। আলমগীর কুমকুম জীবদ্দশায় লোভ লালসাকে বিসর্জন দিয়ে এক মুহুর্তের জন্য বঙ্গবন্ধুর আদর্শ থেকে বিচ্যুত হননি।

বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট চট্টগ্রাম জেলা কমিটি আয়োজিত সংগঠনের সভাপতি চিত্রনায়ক পঙ্কজ বৈদ্য সুজনের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক সাংবাদিক আলী আহমেদ শাহিনের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব শিল্পী সনজিত আচার্য্য, অভিনয়শিল্পী এস এ রহিম, মাওলানা মহিউদ্দিন আল কাদেরী, ও ফারুক হাসান, সৈয়দ দিদার আশরাফী মাইজভান্ডারী।

বক্তব্য রাখেন নারী সংগঠক ফাতেমা আকতার, মাছুমা কামাল আঁখি, পারভীন চৌধুরী, নুরজাহান আক্তার নুরা, রিমন মুহুরী, হারুন অর রশিদ, নাদিরা সুলতানা হেলেন, মোঃ তিতাস, এস এম নুরুল আমিন, আবুল কাশেম চিশতী, সমীরন পাল প্রমুখ।

এসময় বক্তরা গুণী এই চিত্র পরিচালক ও সাংস্কৃতিক ব্যক্তিত্বকে রাষ্ট্রীয়ভাবে সম্মান ও পুরস্কৃত করার জন্য সরকারের প্রতি উদাত্ত্ব আহ্বান জানান।

বাংলাধারা/এফএস/এআই

আরও পড়ুন