২৪ অক্টোবর ২০২৫

চলছে বিসিবি নির্বাচনে ভোট গ্রহণ

ক্রীড়া ডেস্ক»

চলছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদের নির্বাচনের ভোট গ্রহণ ।

বুধবার (৬ অক্টোবর) সকাল ১০টা থেকে শুরু হয়েছে ভোট। মিরপুর শের-ই-বাংলা জাতীয় স্টেডিয়ামে বিসিবির ম্যানেজমেন্ট অফিসের বোর্ড রুমে চলবে বিকেল ৫টা পর্যন্ত।

জানা গেছে, সকাল থেকে বিসিবি প্রাঙ্গনে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। প্রার্থী, ভোটার, সমর্থক ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত হয়েছেন হোম অব ক্রিকেটে। ক্রিকেট বোর্ডে ২৫ জন থাকবেন পরিচালক হিসেবে। তার মধ্যে তিন ক্যাটাগরিতে ২৩টি পরিচালক পদে হবে এই নির্বাচন।

পরিচালক ক্যাটাগরি-১ (জেলা ও বিভাগ) থেকে ১০ জন, পরিচালক ক্যাটাগরি-২ (ক্লাব) থেকে ১২ জন এবং ক্যাটাগরি-৩ (পাবলিক বিশ্ববিদ্যালয়, সাবেক ক্রিকেটার, বিভিন্ন প্রতিষ্ঠান) থেকে একজনকে ভোট দিয়ে নির্বাচিত করবেন কাউন্সিলররা।

বাংলাধারা/এফএস/এফএস

আরও পড়ুন