২৪ অক্টোবর ২০২৫

চলতি বছরের নোবেল পুরস্কার বিতরণ অনুষ্ঠান বাতিল

বাংলাধারা প্রতিবেদন »  

করোনা ভাইরাসের কারণে চলতি বছরের নোবেল পুরস্কার বিতরণ অনুষ্ঠান বাতিল করা হয়েছে। ১৯৫৬ সালের পর নোবেল পুরষ্কার বিতরণের এবার প্রথমবারের জন্য বাতিল করা হয়েছে।


হিন্দুস্থান টাইমসের খবরে বলা হয়, প্রাণঘাতী করোনার ভয়ে ৬৪ বছর পর প্রথমবারের মতো বাতিল করা হয়েছে এই নোবেল পুরস্কার প্রদান অনুষ্ঠান। গত মঙ্গলবার নোবেল ফাউন্ডেশন এই ঘোষণা দেয়।


খবরে বলা হয়, পুরস্কার প্রদান অনুষ্ঠান বাতিল হলেও ২০২০ সালের নোবেল বিজয়ীদের নাম ঘোষণা করা হবে। বহুমাত্রিক নোবেল ফাউন্ডেশনের চেয়ারম্যান লার্স হেইকেনস্টেন জানান, করোনা মহামারির কারণে নোবেল প্রদান অনুষ্ঠান আয়োজন করা হবে না।


জানা যায়, নোবেল পুরস্কার প্রদান অনুষ্ঠান বাতিল হয়েছিল সর্বশেষ ১৯৫৬ সালে। হাঙ্গেরিতে সোভিয়েত ইউনিয়নের আগ্রাসনের প্রতিবাদে সেবার নোবেল পুরস্কার প্রদান অনুষ্ঠান বাতিল করা হয়েছিল। প্রথম ও দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ও এই অনুষ্ঠান বাতিল করা হয়। এছাড়া ১৯০৭ ও ১৯২৪ সালেও নোবেল পুরস্কার প্রদান অনুষ্ঠান বাতিল করা হয়েছিল।

বাংলাধারা/এফএ/টিএম/ইরা

আরও পড়ুন