৪ নভেম্বর ২০২৫

চলন্ত ট্রেনে ছোড়া ঢিলে আহত ১৩ মাস বয়সী রোশনি

বাংলাধারা প্রতিবেদন »  

বাবা-মা কে সাথে নিয়ে সুবর্ণ এক্সপ্রেসে করে চট্টগ্রাম থেকে ঢাকা যাচ্ছিল রোশনি। টঙ্গির কাছাকাছি আসলে হঠাৎ বাইর থেকে চার-পাঁচটি পাথর ছোড়া হয়। এতে ছিটকে আসা পাথরের টুকরার আঘাতে মাথায় আঘাত লেগে আহত হয় মায়ের কোলে থাকা ১৩ মাস বয়সী এ শিশুটি।

শুক্রবার (১ নভেম্বর) চট্টগ্রাম থেকে ঢাকা ছেড়ে যাওয়া ৭টার সুবর্ণ এক্সপ্রেসে ট্রেনের ‘ঝ’ বগিতে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী মো. ইকবাল হোসাইন পারভেজ জানান, সুবর্ণ এক্সপ্রেস ট্রেনটি ঢাকার টঙ্গির কাছাকাছি আসলে হঠাৎ বাইর থেকে চার-পাঁচটি পাথর ছোড়া হয়। এতে ছিটকে আসা পাথরের টুকরার আঘাতে ঝ বগির ২৯ নম্বর আসনের জানালার পাশে থাকা এক শিশুর মাথায় আঘাত লাগে। সরাসরি পাথরটি এসে মাথায় লাগলে বড় ধরনের দুর্ঘটনা হতে পারত।

মেয়ের বাবা জানান, ট্রেনে ছোড়া পাথরের আঘাতে রোশনির মাথা ফেটে রক্ত পড়ে। তখন আমি ইমার্জেন্সি চিকিৎসার জন্য ট্রেনে থাকা বক্সের জন্য ছুটছি। পরে মেয়েকে এয়ারপোর্ট স্টেশনে নেমে লুবানা হসপিটালে নিয়ে যাই। প্রায় আধা ইঞ্চি থেতলে ফেটে মাথার বামপাশে অনেকটুকু ফুলে আছে।

জানা যায়, ট্রেনের ধুলোময়লা ঢাকা ফাস্টএইড বক্সের ব্যান্ডেজ গুলো ছিলো পুরাতন নষ্ট, মেডিকেল স্কচ টেপ ছিল তবে পর্যাপ্ত নয়, মলম বা ওয়াস করার মত কিছু ছিল না। ট্রেনের যাত্রী এক ডাঃ আপুর কাছে থাকা মলম দিয়ে ব্যান্ডেজ করতে হয়েছে।

সুবর্ণ ট্রেনের দায়িত্বরত কর্মকর্তা কামাল উদ্দিন বলেন, চলন্ত ট্রেনে এ রকম ঘটনা ঘটলে কিছু করার থাকে না। আমরা ওই শিশুকে মাথায় ব্যান্ডেজ লাগানোর ব্যবস্থা করে দিই।

রেলওয়ের পূর্বাঞ্চলের প্রধান পরিবহন কর্মকর্তা নাজমুল ইসলাম বলেন, চলন্ত ট্রেনের দরজা-জানালা বন্ধ রাখতে বিভিন্ন সময় সচেতনামূলক কার্যক্রম চালিয়েছি। এ ছাড়া দায়িত্বরত কর্মকর্তাদের জানালা বন্ধ রাখতে নির্দেশনা দেওয়া আছে। যাত্রীরা সচেতন হলে এরকম বহু ঘটনা থেকে মুক্তি মেলে।

বাংলাধারা/এফএস/টিএম

আরও পড়ুন