৮ নভেম্বর ২০২৫

চলন্ত পিকআপে উঠতে গিয়ে যুবকের মৃত্যু

বাংলাধারা ডেস্ক »

নগরীর কাজিরদেউড়ি এলাকায় চলন্ত পিকআপে উঠতে গিয়ে হামিম আহমেদ পাটোয়ারী (২০) নামে এক যুবক নিহত হয়েছেন।

সোমবার (৩০ মে) রাত আড়াইটার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

পাঁচলাইশ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সাদিকুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, সোমবার রাত ১১টায় চলন্ত পিকআপে উঠতে গিয়ে পড়ে গিয়ে গুরুতর আহত হয় হামিম। তাকে উদ্ধার করে চমেক হাসপাতালে নিয়ে আসলে রাত আড়াইটার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত হামিম স্টেশনরোড এলাকার আবু ইউসুফ পাটোয়ারীর ছেলে।

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ