চবি প্রতিনিধি »
শহর থেকে ক্যাম্পাসে আসার পথে চলন্ত বাসে এক যাত্রী কর্তৃক যৌন হয়রানির শিকার হয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ব্যবস্থাপনা বিভাগের প্রথম বর্ষের এক শিক্ষার্থী।
অভিযুক্ত যাত্রীর নাম, মো. মানিক মিয়া (৩২)। তার বাড়ী হাটহাজারী উপজেলার মন্দাকিনি এলাকায়।
রবিবার (৮ ডিসেম্বর) সকাল এগারোটার দিকে বিশ্ববিদ্যালয়ের ১নং গেইটে নগরীর মুরাদপুর থেকে বিশ্ববিদ্যালয়গামী তিন নম্বর (তরী) একটি বাসে এই ঘটনা ঘটে। পরে বাসের যাত্রীরা তাকে ধরে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডির নিকট হস্তান্তর করে। এ নিয়ে ভুক্তভোগী শিক্ষার্থী প্রক্টরের কাছে একটি অভিযোগপত্র দায়ের করেন। এতে তিনি অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।
ভুক্তভোগী শিক্ষার্থী বলেন, ‘আমি ৩নং তরী বাসে করে মুরাদপুর থেকে বিশ্ববিদ্যালয়ে আসছিলাম। পিছনে বসা ওই যাত্রী ১০ থেকে ১৫ মিনিট ধরে বারবার আমার গায়ে হাত দেয়। প্রথমে আমি ভেবেছিলাম হয়ত অনিচ্ছাকৃতভাবে এমনটা হচ্ছে। পরে দেখি অনবরত এভাবে করেই যাচ্ছেন।
পরবর্তীতে আমি প্রতিবাদ করলে বাসের অন্যান্য শিক্ষার্থীরা তাকে ধরে পুলিশ বক্সে নিয়ে যায়।’
এ বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রক্টর প্রফেসর এস. এম. মনিরুল হাসান বলেন, খবর পেয়ে আমরা জিরো পয়েন্ট পুলিশ বক্সে (ওয়াচ টাওয়ার) আসি। ভুক্তভোগীর পরীক্ষা থাকায় সে সিদ্ধান্ত পরে জানাবে বলেছে। আপাতত আমরা অভিযুক্তকে হাটহাজারী থানায় পাঠিয়ে দিয়েছি।
উল্লেখ্য, গত ৩ ডিসেম্বর ও ২৭ নভেম্বর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) লোকপ্রশাসন ও মার্কেটিং বিভাগের দুই নারী শিক্ষার্থী চলন্ত বাসে যৌন হয়রানির শিকার হন।
বাংলাধারা/এফএস/টিএম
				












