বাংলাধারা প্রতিবেদন »
চট্টগ্রাম বিমানবন্দর সড়ক সম্প্রসারণের জন্য প্রায় ২ হাজার ৫০০কোটি টাকার প্রকল্প অনুমোদন দিয়েছে স্থানীয় সরকার মন্ত্রণালয়। এ প্রকল্পে মেয়রের অনুরোধে ভূমি মূল্যে ‘বিশেষ ছাড়’ দিয়েছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। কাজেই শুধু ভূমি অধিগ্রহণ খাতেই সাশ্রয় হচ্ছে ১ হাজার ২০০ কোটি টাকা।
রোববার (২২ মার্চ) এ প্রকল্পের অনুমোদন দেয়া হয়। ২০২৪ সালের মধ্যে এই প্রকল্পের কাজ সম্পন্ন হবে বলে আশা প্রকাশ করছেন সংশ্লিষ্টরা।
চসিকের কর্মকর্তারা জানান, বিমানবন্দর রোডের এই সম্প্রসারণ প্রকল্পের আওতায় নগরীর ৪১ ওয়ার্ডের বেশকটি সড়ক উন্নয়ন সংযুক্ত। এলাকাগুলোতে ছোটখাটো রোড, ১২টি ব্রিজ, ৩৮টি ফুটওভার ব্রিজ, ২৮টি গোলচত্বরের কাজ সংযুক্ত।
বিমানবন্দর থেকে রুবি সিমেন্ট পর্যন্ত ৬০ ফুটের ৬০০ মিটার দীর্ঘ এই রোডের তিন হাজার কোটি টাকার প্রাক্কলন জমা দেয়া হলেও মন্ত্রণালয় কিছুটা কমিয়ে আড়াই হাজার কোটি টাকার প্রকল্প প্রাক্কলন অনুমোদন দেয়। আগেই সম্ভাব্যতা নিরূপণ, কনসালটেন্ট নিয়োগসহ সকল কাজ সম্পন্ন করে চসিক।
বাংলাধারা/এফএস/টিএম













