বাংলাধারা প্রতিবেদন »
করোনাভাইরাসের তান্ডবে স্থবির হয়ে পড়েছে নগরবাসীর জনজীবন। সবচেয়ে মানবেতর জীবন-যাপন করছে খেটে খাওয়া অসহায় মানুষগুলো। এদিকে একটা মানুষও যাতে উপোস না থাকে তাই সরকারের তরফ থেকে সহযোগিতার কোন ত্রুটি নেই। চট্টগ্রাম সিটি করপোরেশনকে (চসিক) বিতরণের জন্য এখন পর্যন্ত মোট ২৯০ মেট্রিক টন চাল বরাদ্দ দেয়া হয়েছে। এরমধ্যে মাত্র ৯০ মেট্রিকটন চাল বিতরণ করেছে চসিক। যার ফলে ত্রাণের হাহাকার শুরু হয়েছে চট্টগ্রামে।
চসিকের ত্রাণ বিতরণে এমন ধীর গতির সমালোচনা চলছে পুরো নগর জুড়েই।
জানা গেছে, সোমবার (১৩ এপ্রিল) পর্যন্ত চসিক সরকারি ত্রাণের মাত্র ৯০ মেট্রিক টন চাল বিতরণ করেছে। এতে যেমন নগরজুড়ে ত্রাণের জন্য হাহাকার বাড়ছে, তেমনি ক্ষুণ্ন হচ্ছে সরকারের ভাবমূর্তিও।
সর্বপ্রথম ৪০ মেট্রিক টন চাল কাউন্সিলরদের মাধ্যমে বিতরণ শুরু হলে স্থানীয় সাংসদরা তাদের কাছে তালিকা চান কারা পাচ্ছে ত্রাণ মন্ত্রণালয়ের চাল। সাংসদদের অভিযোগ তারা আজও সেই তালিকা পাননি।
জেলা প্রশাসক মো. ইলিয়াছ হোসেন বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর শেখ হাসিনার নির্দেশ হলো কোন মানুষ যেন অভুক্ত না থাকে। সেই নির্দেশনার আলোকে প্রথম বরাদ্দ তো জরুরিভিত্তিতেই দেওয়া হলো। এরপর সর্বমোট ২৯০ মেট্রিক টন চাল বুঝিয়ে দিলাম। তারা ডিস্ট্রিবিশনে এত স্লো কেন?
এ ব্যাপারে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. শামসুদ্দোহা বলেন, আমরা জেলা প্রশাসনের মাধ্যমে ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় থেকে ২৯০ মেট্রিক টন চাল বরাদ্দ পেয়েছি। ইতোমধ্যে ৯০ মেট্রিক টন বিতরণ হয়েছে। বাকিগুলোও বিতরণের প্রক্রিয়া চলছে।
বাংলাধারা/এফএস/টিএম













