বাংলাধারা প্রতিবেদন »
স্বাস্থ্যবিধি অমান্য করায় ৩ হাজার ২শ টাকা জরিমানা করেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিকের) ভ্রাম্যমান আদালত।
মঙ্গলবার (১০ আগষ্ট) সিটি কর্পোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলী ও স্পেশাল ম্যাজিস্ট্রেট জাহানারা ফেরদৌস এর নেতৃত্বে পৃথক পৃথক অভিযানকালে নগরীর চান্দমারী রোড, হাইলেভেল রোড, মতিঝর্ণা রোড, পল্টন রোড, এম এম আলী রোড, গরীবুল্লাহ শাহ হাউজিং এলাকায় ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালিত হয়।
এসময় করোনা ভাইরাস জনিত রোগের বিস্তার রোধে সরকারি স্বাস্থ্যবিধি অমান্য করায় নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলী পরিচালিত অভিযানে ৬ ব্যক্তির বিরুদ্ধে মামলা রুজু পূর্বক ১ হাজার ২ শত টাকা এবং একই অপরাধে নগরের কাজির দেউরী, আসকারদিঘী, গনি বেকারী, চকবাজার, বাদুরতলা, বহদ্দারহাট, রাহাত্তারপুল, কালামিয়া বাজার, নতুন ব্রীজ এলাকায় স্পেশাল ম্যাজিস্ট্রেট জাহানারা ফেরদৌস পরিচালিত অভিযানে ১১ ব্যক্তির বিরুদ্ধে মামলা রুজু পূর্বক ২ হাজার টাকা জরিমানা করা হয়।
এসময় পথচারীদের মাঝে মাস্ক বিতরণ এবং করোনা ভাইরাস প্রতিরোধকল্পে স্বাস্থ্যবিধি সম্পর্কে সচেতন করা হয়।
অভিযানে ম্যাজিস্ট্রেটগণকে সহায়তা করেন সিটি কর্পোরেশনের সংশি¬ষ্ট বিভাগের কর্মকর্তা-কর্মচারী ও চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ সদস্য বৃন্দ।
বাংলাধারা/এফএস/এআই













