বাংলাধারা ডেস্ক »
রোড কাটিং বাবদ চসিক মেয়র রেজাউল করিম চৌধুরীর কাছে ওয়াসার এম.ডি প্রকৌশলী এ.কেেএম ফজলুল্লাহ ১৪ কোটি ২১ লক্ষ টাকার চেক হস্তান্তর করেছেন।
বৃহস্পতিবার (১৫ জুলাই) সকলে এই চেক হস্তান্তর করা হয়।
এ সময় প্যানেল মেয়র মো. গিয়াসউদ্দিন, প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শহীদুল আলম, প্রধান রাজস্ব কর্মকর্তা মো. নজরুল ইসলাম, প্রধান প্রকৌশলী রফিকুল ইসলাম, মেয়রের একান্ত সচিব মুহাম্মদ আবুল হাশেম, অতিরিক্ত প্রধান হিসাব রক্ষণ কর্মকর্তা মো. হুমায়ুন কবির চৌধুরী, ওয়াসার ডি.এম.ডি (প্রশাসন) তাহেরা ফেরদৌস, ডি.এম.ডি (অর্থ) শামসুল আলম, প্রধান প্রকৌশলী মকসুদ আলম, প্রকল্প পরিচালক মো. আরিফুল ইসলাম উপস্থিত ছিলেন।
মেয়র বলেন, সমন্বয়ের বিকল্প নেই, চসিক ও ওয়াসা সমন্বিতভাবে কাজ করলে জনদুর্ভোগ অনেকাংশে কমে যাবে। এ ব্যাপারে তিনি সকল সেবা সংস্থার সহযোগিতা কামনা করেন।
বাংলাধারা/এফএস/এআই













