২৪ অক্টোবর ২০২৫

চসিক কাউন্সিলর হুরে আরা বিউটির অফিসে দুদকের হানা

বাংলাধারা প্রতিবেদন »

ওয়ারিশান সনদ দেওয়ার বিপরীতে ঘুষ নেওয়ার অভিযোগে চট্টগ্রাম সিটি করপোরেশনের ১১, ২৫ ও ২৬ নম্বর সংরক্ষিত ওয়ার্ডের কাউন্সিলর হুরে আরা বেগম বিউটির অফিসে দুর্নীতি দমন কমিশন (দুদক) অভিযান চালিয়েছে।

বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) দুপুরে দুদক সমন্বিত চট্টগ্রাম জেলা কার্যালয়-১ সহকারী পরিচালক মো. এনামুল হকের নেতৃত্ব এ অভিযান পরিচালিত হয়। তার সঙ্গে ছিলেন উপ-সহকারী পরিচালক মো. হামেদ রেজা। দুর্নীতির অভিযোগের বিষয়ে কাউন্সিলর হুরে আরা বেগম বিউটির কাছে জানতে চান দুদক কর্মকর্তারা।

দুদক কর্মকর্তা মো. এনামুল হক গণমাধ্যমকে জানান, অভিযানকালে সনদ দেওয়ার সময় বকশিস নেন মর্মে উক্ত অফিসের সহায়ক শাহেদ ও জসিম স্বীকার করেছেন।

তবে কাউন্সিলর হুরে আরা বেগম বিউটি বিষয়টি অস্বীকার করে জানান, দুই অফিস সহায়ক সনদের বিপরীতে টাকা নেওয়ার বিষয়ে তিনি অবগত নন।

দুদকের এই কর্মকর্তা আরও জানান, এ বিষয়ে কাউন্সিলরকে সতর্ক করা হয়। তিনি জোড়ালোভাবে বিষয়টি সম্পর্কে পদক্ষেপ নেবেন বলে জানান।

আরও পড়ুন