৩ নভেম্বর ২০২৫

চসিক নির্বাচনে ভোটগ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ শুরু ২০ মার্চ

বাংলাধারা প্রতিবেদন »

আসন্ন চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচন উপলক্ষে আগামী শুক্রবার (২০ মার্চ) থেকে শুরু হতে যাচ্ছে নির্বাচনের দায়িত্ব পাওয়া প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসার এবং পোলিং অফিসারদের প্রশিক্ষণ কার্যক্রম। যা চলবে ২৫ মার্চ পর্যন্ত। প্রশিক্ষণের জন্য ৯টি ভেন্যুও ঠিক করা হয়েছে।

ভেন্যুগুলো হল- কুলগাঁও স্কুল অ্যান্ড কলেজ, রহমানিয়া উচ্চ বিদ্যালয়, সিডিএ পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, পাহাড়তলী বালিকা বিদ্যালয়, ডা. খাস্তগীর স্কুল অ্যান্ড কলেজ, শাহ ওয়ালিউল্লাহ স্কুল, কাজেম আলী স্কুল অ্যান্ড কলেজ, খাজা আজমেরী উচ্চ বিদ্যালয়, আগ্রাবাদ সরকারি কলোনি স্কুল (বালিকা শাখা)

রোববার (১৫ মার্চ) বিকেলে চট্টগ্রাম আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা এবং চসিক নির্বাচনের রির্টানিং অফিসার মোহাম্মদ হাসানুজ্জামান বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, যে সব অফিসার নির্বাচনে দায়িত্ব পালন করবেন তাদের প্রশিক্ষণের জন্য সম্ভাব্য তারিখ ঠিক করা হয়েছে আগামী ২০ মার্চ। যা চলবে ২৫ মার্চ পর্যন্ত। এরই মধ্যে অফিসারদের তালিকা তৈরির কাজ প্রায় সম্পন্ন হয়েছে।

এবারের সিটি নির্বাচনে ৭৩৫ জন প্রিজাইডিং অফিসার, ৪ হাজার ৮৮৬ জন সহকারী প্রিজাইডিং অফিসার এবং ৯ হাজার ৭৭২ জন পোলিং অফিসার দায়িত্ব পালন করবেন বলে জানান তিনি।

বাংলাধারা/এফএস/টিএম

আরও পড়ুন