৮ ডিসেম্বর ২০২৫

চসিক নির্বাচনে মেয়রে ৯, কাউন্সিলরে ৩৬৩ জন প্রতিদ্বন্দ্বির মনোনয়ন সংগ্রহ

বাংলাধারা প্রতিবেদন »

আসন্ন চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার জন্য মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) পর্যন্ত ৯ জন মেয়র পদে মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন। ৪১ ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর পদে মনোনয়ন পত্র নিয়েছেন ৩৬৩ জন। ১৪টি সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলর পদে মনোনয়নপত্র নিয়েছেন ৬২ জন। বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময়।

বুধবার (২৬ ফেব্রুয়ারি) নির্বাচনের দায়িত্বপ্রাপ্ত রিটার্নিং অফিসার মুহাম্মদ হাসানুজ্জামান এ তথ্য জানান।

এর আগে গত ২৩ ফেব্রুয়ারি প্রার্থীদের শুভেচ্ছা সম্বলিত ব্যানার পোষ্টার অপসারণের নির্দেশ দেন নির্বাচন কমিশন। এছাড়া প্রার্থীরা মনোনয়নপত্র সংগ্রহ ও দাখিলের সময় মিছিল, শোডাউন থেকে বিরত থাকার নির্দেশনা দেয় চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)।

আগামী ২৯ মার্চ চসিক নির্বাচন অনুষ্ঠিত হবে। মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের শেষ তারিখ ১ মার্চ। প্রার্থীতা প্রত্যাহারের শেষ তারিখ ৮ মার্চ। এছাড়া ৯ মার্চ প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হবে। এবারের নির্বাচনে ভোটগ্রহণ করা হবে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম)।

বাংলাধারা/এফএস/টিএম

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ