৩০ অক্টোবর ২০২৫

চসিক নির্বাচনে শাহাদাতের চিফ এজেন্ট হিসেবে দায়িত্ব পেলেন নোমান

বাংলাধারা প্রতিবেদন »  

আসন্ন চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে বিএনপির মেয়র প্রার্থী ডা. শাহাদাত হোসেনের চিফ এজেন্ট হিসেবে দায়িত্ব পালন করবেন ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান।

শনিবার (৭ মার্চ) বিএনপির দলীয় কার্যালয় থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

শাহাদাত হোসেন বলেন, আমার নির্বাচনী এজেন্ট হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান সাহেবকে। শনিবার দলীয় সিদ্ধান্তে এ তথ্য জানানো হয়।

বাংলাধারা/এফএস/টিএম

আরও পড়ুন