৩ নভেম্বর ২০২৫

চসিক নির্বাচন নিয়ে সিদ্ধান্ত ২১ মার্চ

বাংলাধারা প্রতিবেদন »

করোনার প্রকোপের মধ্যে নির্বাচন করা যাবে কি-না, এই প্রশ্নের মধ্যে নির্বাচন কমিশন আলোচনায় বসেছিলেন। যেহেতু চট্টগ্রাম সিটি নির্বাচনের (চসিক) জন্য হাতে আরও সময় আছে, তাই পরিস্থিতি দেখে চসিক নির্বাচন বন্ধ করা হবে কি-না সে বিষয়ে আগামী ২১ মার্চ সিদ্ধান্ত নেবে কমিশন। তবে ২৯ মার্চ যদি নির্বাচন হয় তাহলে ভোটকেন্দ্রে হ্যান্ড স্যানিটাইজারের ব্যবস্থা থাকবে।

বৃহস্পতিবার (১৯ মার্চ) বিকেলে নির্বাচন ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে নির্বাচন কমিশন (ইসি) সচিব মো. আলমগীর এসব কথা বলেন।

এদিকে ২৯ মার্চ বগুড়া-১ আসন ও যশোর-৬ আসনের উপ-নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন।

সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইসির যুগ্ম সচিব মো. ফরহাদ আহাম্মদ খান, এসএম আসাদুজ্জামান, জনসংযোগ পরিচালক মোহা. ইসরাইল হোসেন প্রমুখ।

বাংলাধারা/এফএস/টিএম

আরও পড়ুন