৪ নভেম্বর ২০২৫

চসিক নির্বাচন : রেজাউল-শাহাদাতের প্রচারণা শুরু

বাংলাধারা প্রতিবেদন »

চট্টগ্রাম সিটি করপোরেশনে আজ সোমবার (৯ মার্চ) প্রতীক বরাদ্দ পাওয়ার পর নির্বাচনী প্রচার প্রচারণা শুরু করেছেন আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী এম রেজাউল করিম চৌধুরী ও বিএনপির মনোনীত মেয়র প্রার্থী ডা. শাহাদাত হোসেন।

আজ সোমবার (৯ মার্চ) দুপুরে নগরীর হযরত আমানত শাহ’র (র) মাজার জিয়ারতের মধ্য দিয়ে প্রধান দুই দলের এ মেয়র প্রর্থীরা দলীয় নেতাকর্মীদের নিয়ে আনুষ্ঠানিকভাবে গণসংযোগ শুরু করেন।

গণসংযোগকালে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রার্থী এম রেজাউল করিম চৌধুরী বলেন, আমি বিজয়ী হলে চট্টগ্রামে যেসব মেগা প্রকল্প হাতে নেওয়া হয়েছে তা জনগণের সামনে তুলে ধরবো এবং উন্নয়নের ধারা অব্যাহত রাখবো। চট্টগ্রামে বিনোদন কেন্দ্রের অপর্যাপ্ততা রয়েছে, তার ব্যবস্থা করব। বর্জ্য ব্যবস্থাপনাকে ঢেলে সাজানো হবে। সুন্দর, নান্দনিক ও পরিবেশবান্ধব চট্টগ্রাম গড়তে কাজ করব।

অন্যদিকে বিএনপি মনোনীত ধানের শীষ প্রার্থী ডা. শাহাদাত হোসেন বলেন, আজ থেকে চট্টগ্রামকে একটি আধুনিক ও স্মার্ট সিটি গঠনের পরিকল্পনা নিয়ে জনগণের কাছে যাব। পরিষ্কারভাবে বলতে চাই, আইনের শাসন, আমাদের গণতান্ত্রিক অধিকার ও মত প্রকাশের অধিকারকে প্রতিষ্ঠিত করতে আমরা মাঠে নেমেছি। এ অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে জয় আমাদের হবেই।

বাংলাধারা/এফএস/টিএম/এএ

আরও পড়ুন