৬ নভেম্বর ২০২৫

চসিক প্রকল্প পরিচালকের ওপর হামলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে— স্থানীয় সরকার মন্ত্রী

বাংলাধারা ডেস্ক »

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম বলেছেন, চট্টগ্রাম সিটি কর্পোশনের প্রকল্প পরিচালক মো. গোলাম ইয়াজদানীর ওপর হামলাকারীদের বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

তিনি আজ সোমবার সচিবালয়ে নিজ মন্ত্রণালয়ের অফিস কক্ষে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী সেখ মোহাম্মদ মহসিন সহ অতিরিক্ত প্রকৌশলীদের সঙ্গে বৈঠককালে এ কথা বলেন।

তাজুল ইসলাম বলেন, এই ঘটনা নিয়ে চট্টগ্রাম পুলিশ কমিশনারের সঙ্গে কথা হয়েছে। ইতোমধ্যে এই বিষয়ে মামলা হয়েছে এবং অভিযুক্ত ১২ জনের মধ্যে ৪ জনকে গ্রেফতার করা হয়েছে এবং অবশিষ্টদের গ্রেফতারের জন্য অভিযান চলছে। মামলা পুলিশের ডিবি শাখা তদারকি করছে।

চসিকের প্রকল্প পরিচালকের ওপর হামলা, ভাঙচুর

 

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ