২৩ অক্টোবর ২০২৫

চসিক মেয়র ডা. শাহাদাতকে প্রতিমন্ত্রীর মর্যাদা দিতে সরকারের উদ্যোগ

চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) বর্তমান মেয়র ডা. শাহাদাত হোসেনকে প্রতিমন্ত্রীর পদমর্যাদা দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। স্থানীয় সরকার বিভাগের সিটি করপোরেশন-২ শাখা থেকে এ সংক্রান্ত একটি চিঠি মন্ত্রিপরিষদ সচিব বরাবর পাঠানো হয়েছে, যা ২০ এপ্রিল উপসচিব মো. ফিরোজ মাহমুদ স্বাক্ষরিত।​

চিঠিতে উল্লেখ করা হয়েছে, “চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মাননীয় মেয়রকে প্রতিমন্ত্রী পদমর্যাদা প্রদান সংক্রান্ত ডি.ও পত্রটি এতদ্‌সঙ্গে প্রেরণ করা হলো (কপি সংযুক্ত)। বর্ণিত ডি.ও পত্রের বিষয়ে সদয় পরবর্তী কার্যক্রম গ্রহণের জন্য নির্দেশক্রমে বিনীত অনুরোধ করা হলো।”​

এর আগে, ১৯ মার্চ এক সভায় মেয়র শাহাদাত হোসেন বলেন, “প্রথমদিন থেকেই আমি নগর সরকারের বিষয়ে সোচ্চার ছিলাম। … আমি আমার প্রতিমন্ত্রীর স্ট্যাটাসটা চেয়েছিলাম, যে আমাকে প্রতিমন্ত্রীর স্ট্যাটাসটি দেন, যেটা আগে ছিল। তাহলে আমি সেবাপ্রদানকারী সংস্থাগুলোর সঙ্গে সমন্বয় করতে পারব” ।​

চট্টগ্রাম সিটি করপোরেশনের ইতিহাসে এর আগে কয়েকজন মেয়র প্রতিমন্ত্রীর মর্যাদা পেয়েছেন। ১৯৮৯ সালে জাতীয় পার্টির মাহমুদুল ইসলাম চৌধুরী প্রথম মেয়র হিসেবে এই মর্যাদা পান। এরপর বিএনপির মীর মোহাম্মদ নাছির উদ্দিন (১৯৯১-১৯৯৩) এবং প্রয়াত এবি এম মহিউদ্দিন চৌধুরী (১৯৯৪-২০১০) একবার করে এই পদমর্যাদা লাভ করেন। সর্বশেষ ২০২১ সালে আওয়ামী লীগের রেজাউল করিম চৌধুরী মেয়র নির্বাচিত হয়ে প্রতিমন্ত্রীর মর্যাদা পান।​

ডা. শাহাদাত হোসেন ২০২১ সালের চসিক নির্বাচনে বিএনপির প্রার্থী ছিলেন। নির্বাচনের ফলাফল নিয়ে আদালতে মামলা করেন এবং ২০২৪ সালের ১ অক্টোবর আদালতের রায়ে তাঁকে মেয়র ঘোষণা করা হয়। এরপর ৮ অক্টোবর নির্বাচন কমিশন প্রজ্ঞাপন জারি করে এবং ৩ নভেম্বর তিনি শপথ গ্রহণ করেন।​

বর্তমানে প্রতিমন্ত্রীর মর্যাদা দেওয়ার প্রক্রিয়া চলমান রয়েছে এবং মন্ত্রিপরিষদ বিভাগের অনুমোদনের পর তা চূড়ান্ত হবে।

এআরই/বাংলাধারা

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ