২৮ অক্টোবর ২০২৫

চাঁদ

বিপ্লব গোস্বামী »

পূর্ণিমার চন্দ্র সম রূপের বাহার
সোহাগ ভরে `চাঁদ` নাম রেখেছি তার।
তনু তার শ্রাবণী বরাকের ঢেউ
অপরূপ জ‍্যোতি তার, জুড়ি নেই কেউ।
হাসি যেন সদ‍্য ফোটা গোলাপে ফুল
মধুর চেয়েও অধিক মিষ্টি তার বোল।
বিধির নিখুঁত সৃজন দেহের গড়ন
ফলবতী বৃক্ষ যেমন সবুজ বরণ।
স্বর্ণ পায়েল বাঁধা আলতা মাখা পদ
বড়োই বিচিত্র লাগে যেন কোকনদ।

বাংলাধারা/এফএস/এইচএফ

আরও পড়ুন