২৪ অক্টোবর ২০২৫

চাঁদাবাজি করতে গিয়ে র‌্যাবের হাতে ধরা

বাংলাধারা প্রতিবেদন »

চট্টগ্রাম মহানগরীর চান্দগাঁও থানাধীন বহদ্দারহাট এলাকায় অভিযান চালিয়ে ২ জন চাঁদাবাজকে গ্রেফতার করেছে র‌্যাব-৭, চট্টগ্রাম।

শনিবার (২৫ জুলাই) বেলা ১টা ১০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে র‌্যাব-৭।

গ্রেপ্তারকৃতরা হলেন, মোঃ আলমগীর হোসেন (৩২) ও মোঃ আজগর হোসাইন (৩৭)। আলমগীর বি-বাড়িয়া জেলার নবীনগর থানার বজলুর রহমানের ছেলে। অপরদিকে, আজগর চট্টগ্রামের বাঁশখালী উপজেলার মোহাম্মদ আলীর ছেলে।

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মহানগরীর চান্দগাঁও থানাধীন বহদ্দারহাট-কালুরঘাটমুখী ফ্লাইওভারের গোড়ায় সাউদান সিএনজি লিঃ এর সামনে পাকা রাস্তার উপর কিছু চাঁদাবাজ মালবাহী যানবাহন হতে চাঁদা আদায় করছে এমন তথ্য পেয়ে অভিযান পরিচালনা করা হয়। এ সময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে দৌড়ে পালানোর চেষ্টকালে র‌্যাব সদস্যরা ধাওয়া করে আসামী মোঃ আলমগীর হোসেন (৩২) ও মোঃ আজগর হোসাইন (৩৭) কে গ্রেফতার করে।

পরবর্তীতে গ্রেফতারকৃত আসামীদের ব্যাপক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতারকৃত আসামিরা চট্টগ্রাম মহানগরীর বিভিন্ন মালবাহী যানবাহন হতে চাঁদা আদায় করে আসছে।

গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য চট্টগ্রাম মহানগরীর চান্দগাঁও থানায় হস্তান্তর করা হয়েছে।

বাংলাধারা/এফএস/টিএম

আরও পড়ুন