বাংলাধারা প্রতিবেদন »
সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সংগঠন চাঁদের মেলার উদ্যোগে মাসিক সাহিত্য আসর সম্পন্ন হয়েছে।
২৫ ডিসেম্বর (বুধবার) চট্টগ্রাম একাডেমির ফয়েজ নুর নাহার মিলনায়তনে বিকাল ৫ টায় অনুষ্ঠিত হয়।
সংগঠনের সদস্য সারোয়ার আরমানের সঞ্চালনায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি কবি সাইফুল্লা কায়সার। এতে প্রধান আলোচক হিসেবে ছিলেন কবি ও শিশুসাহিত্যিক রাশেদ রউফ।
বিশেষ আলোচক হিসেবে ছিলেন ছড়াকার জসীম মেহবুব. কবি অরুণ শীল, কবি আজিজ রহমান ও কবি ও প্রাবন্ধিক আখতারুল ইসলাম।
এসময় আরও উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক কবি সাইমন নজরুল, কবি ও অনুবাদক ফারজানা রহমান শিমু, প্রাবন্ধিক আকাশ ইকবাল, গল্পকার ফারজানা ফাইজাসহ আরও অনেকে।
এসময় আলোচকরা কবি অরুণা আচার্য ও কবি অরুণশীলের সাহিত্যকর্মের ওপর বিশেষ আলোচনা করেন।
বাংলাধারা/এফএস/টিএম













