২৪ অক্টোবর ২০২৫

চাঁদ দেখা গেছে জিলহজ মাসের, বাংলাদেশে ৭ জুন ঈদুল আজহা

বাংলাদেশে ১৪৪৬ হিজরি সনের জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। ফলে আগামী ৭ জুন (শনিবার) সারাদেশে ধর্মীয় ভাবগম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হবে পবিত্র ঈদুল আজহা। বুধবার (২৮ মে) সন্ধ্যায় বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত জানানো হয়।

সভায় দেশের বিভিন্ন জেলা প্রশাসন, আবহাওয়া অধিদপ্তর এবং ইসলামিক ফাউন্ডেশনের মাঠপর্যায়ের দপ্তর থেকে পাওয়া তথ্য বিশ্লেষণ করে চাঁদ দেখা যাওয়ার বিষয়টি নিশ্চিত করা হয়। সিদ্ধান্ত অনুযায়ী, বৃহস্পতিবার (২৯ মে) থেকে জিলহজ মাস গণনা শুরু হবে।

এই হিসাবে আগামী ৬ জুন (শুক্রবার) অনুষ্ঠিত হবে পবিত্র হজের দিন বা আরাফাতের দিন, এবং ৭ জুন (শনিবার) সারাদেশে উদযাপিত হবে ঈদুল আজহা।

ধর্ম মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, চাঁদ দেখা সংক্রান্ত তথ্য জানাতে টেলিফোন ও ফ্যাক্স নম্বর চালু রাখা হয়েছিল। দেশের বিভিন্ন এলাকা থেকে চাঁদ দেখার তথ্য আসায় দ্রুত সিদ্ধান্ত নেওয়া সম্ভব হয়েছে।

সভায় ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক, আবহাওয়া অধিদপ্তরের প্রতিনিধি, জাতীয় মসজিদের খতিবসহ ধর্ম মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, ওমান ও ইন্দোনেশিয়ায়ও একই দিন চাঁদ দেখা যাওয়ায় সেসব দেশে ৬ জুন ঈদুল আজহা উদযাপিত হবে।

এআরই/বাংলাধারা

আরও পড়ুন