২৩ অক্টোবর ২০২৫

চাকসু নির্বাচন ও গঠনতন্ত্র সংস্কারের দাবিতে ছাত্রশিবিরের সংবাদ সম্মেলন

দীর্ঘ তিন দশকেরও বেশি সময় ধরে অচল থাকা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচন ও গঠনতন্ত্র সংস্কারের দাবিতে সংবাদ সম্মেলন করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা। মঙ্গলবার(২৯ এপ্রিল) বিকেল ৩টায় চবি সাংবাদিক ইউনিয়ন কার্যালয়ে আয়োজিত এ সম্মেলনে সংগঠনটির নেতৃবৃন্দ শিক্ষার্থীদের গণতান্ত্রিক অধিকার ও নেতৃত্ব বিকাশের পথ উন্মুক্ত করার আহ্বান জানান।

সম্মেলনের শুরুতে মহান আল্লাহ তায়া’লার প্রতি শুকরিয়া আদায় ও বিশ্বনবী হযরত মুহাম্মদ (সা.)-এর প্রতি দরুদ ও সালাম পেশ করা হয়। পাশাপাশি, শহীদ ফরহাদ, শহীদ হৃদয় তরুয়া সহ জুলাই আন্দোলন ও ফ্যাসিবাদবিরোধী সংগ্রামে আত্মত্যাগকারী সকল শহীদদের শ্রদ্ধাভরে স্মরণ করা হয়।

বক্তারা বলেন, চাকসু কেবল একটি নামসর্বস্ব সংগঠন নয় বরং এটি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অধিকার আদায়ের অন্যতম প্রধান প্লাটফর্ম। এটি গণতান্ত্রিক মূল্যবোধের চর্চা ও নেতৃত্ব গঠনের ক্ষেত্র তৈরি করত। কিন্তু ১৯৯০ সালের পর থেকে চাকসু অকার্যকর হয়ে পড়ায় শিক্ষার্থীদের নেতৃত্ব বিকাশ ও প্রশাসনের জবাবদিহিতার সুযোগ ক্ষতিগ্রস্ত হচ্ছে।

ছাত্রশিবিরের পক্ষ থেকে জানানো হয়, প্রতিষ্ঠার পর থেকেই তারা সুস্থ ছাত্ররাজনীতি, আদর্শিক নেতৃত্ব বিকাশ এবং শিক্ষার সুষ্ঠু পরিবেশ গঠনে কাজ করে আসছে। চাকসুর ইতিহাসে ছাত্রশিবিরের অংশগ্রহণ ছিল দৃঢ় ও গৌরবময়। ১৯৮১ সালের নির্বাচনে ছাত্রশিবির সমর্থিত জোট পূর্ণ প্যানেলে জয়লাভ করেছিল এবং পরে বিভিন্ন সময় নির্বাচিত প্রতিনিধিত্বের মাধ্যমে শিক্ষার্থীদের স্বার্থে কাজ করেছে।

সংগঠনটি আরও জানায়, ২০২৩ সালের ২৪ সেপ্টেম্বর তারা ২৪ দফা দাবি উত্থাপন করে, যার মধ্যে চাকসু নির্বাচন এবং গঠনতন্ত্র সংস্কারের বিষয়টি অন্যতম। এরই ধারাবাহিকতায় ২০২৪ সালের ১৬ এপ্রিল প্রশাসনের কাছে লিখিতভাবে স্মারকলিপিও প্রদান করা হয়।

ছাত্রশিবিরের দাবি, চাকসু নির্বাচন কেবল একটি আনুষ্ঠানিক বিষয় নয়, বরং এটি শিক্ষার্থীদের আত্মমর্যাদা, নেতৃত্ব বিকাশ ও অধিকার প্রতিষ্ঠার গুরুত্বপূর্ণ উপাদান। তারা বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে আহ্বান জানায়, দ্রুততম সময়ের মধ্যে নির্বাচন আয়োজন ও গঠনতন্ত্র সংস্কারের বাস্তব পদক্ষেপ গ্রহণ করে শিক্ষার্থীদের দীর্ঘদিনের দাবি বাস্তবায়ন করতে।

সংবাদ সম্মেলনের শেষাংশে ছাত্রশিবিরের নেতৃবৃন্দ উপস্থিত সাংবাদিকদের আন্তরিক ধন্যবাদ জানান এবং আশা প্রকাশ করেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্রসমাজ খুব শীঘ্রই একটি কার্যকর ছাত্র সংসদ পাবে এবং তাদের গণতান্ত্রিক অধিকার ফিরে পাবে।

এআরই/পিএন/বাংলাধারা

আরও পড়ুন