বাংলাধারা প্রতিবেদক »
চট্টগ্রাম নগরীর চান্দগাঁও থানা এলাকা থেকে ইয়াবাসহ মোহাম্মদ সেলিম (৪৭) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে ৬৯০পিস ইয়াবা উদ্ধার করা হয়।
সোমবার (২১ ফেব্রুয়ারি) দিবাগত রাত ৮টার দিকে শাহ আমানত সেতু সংযোগ সড়কের সৌদিয়া বাস কাউন্টারের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার সেলিম কক্সবাজার সদরের রুমালিয়ারছড়া এলাকার মো. ইউসুফের ছেলে।
চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মইনুর রহমান চৌধুরী বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে থানার সামনে থেকে ৬৯০পিস ইয়াবা উদ্ধারসহ এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়।’ পরে গ্রেফতারকৃতের বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।













