চট্টগ্রাম নগরের চান্দগাঁও থানাধীন বহদ্দারহাট এলাকা থেকে দুই ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) সকাল পৌনে ৮টার দিকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, মো. জব্বার (৫২) এবং মো. আরমান উদ্দিন নিশাত (২০)।
চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফতাব উদ্দিন বলেন,“বহদ্দারহাট এলাকা থেকে ছিনতাই চক্রের সঙ্গে জড়িত দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। তারা চান্দগাঁও থানায় দায়ের হওয়া ছিনতাই-ডাকাতি মামলার আসামি।”
এআরই/আরএ/২০২৪













