২৪ অক্টোবর ২০২৫

চান্দগাঁওয়ে পুলিশের অভিযানে তিন আসামি গ্রেপ্তার

চট্টগ্রাম নগরীর চান্দগাঁও থানা এলাকায় অভিযান চালিয়ে পৃথক মামলার তিন আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (২৪ মে) ভোর থেকে সকাল পর্যন্ত থানা এলাকার বিভিন্ন স্থানে এই অভিযান চালানো হয়।

চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আফতাব উদ্দিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ কয়েকটি দলে বিভক্ত হয়ে অভিযান চালায়। এতে তিনজনকে গ্রেপ্তার করা সম্ভব হয়।

গ্রেপ্তারকৃতদের মধ্যে মোঃ সাজ্জাদ হোসেন জিকু (৩০) একজন মাদক মামলার আসামি। তার বিরুদ্ধে থানায় একাধিক মাদক আইনে মামলা রয়েছে। দ্বিতীয়জন মোঃ মনসুর (৫০), যিনি একটি জিআর (সাধারণ নিবন্ধন) মামলায় পরোয়ানাভুক্ত আসামি ছিলেন। তৃতীয়জন মোঃ রাসেল (১৯), যাকে ফৌজদারি কার্যবিধির ৮৮ ধারায় গ্রেপ্তার করা হয়। এই ধারায় সাধারণত আদালতে হাজির না হওয়া পলাতক আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়।

ওসি আফতাব উদ্দিন আরও জানান, গ্রেপ্তারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে। আদালত তাদেরকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন।

পুলিশ জানায়, অপরাধ দমনে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে এবং পলাতক ও পরোয়ানাভুক্ত আসামিদের ধরতে আরও অভিযান জোরদার করা হবে।

আরও পড়ুন