বাংলাধারা প্রতিবেদন »
চট্টগ্রামের চান্দগাঁওয়ে ফোর এইচ ফ্যাশন লিমিটেডের একটি গাড়ি উল্টে দুই নারী শ্রমিক গুরুতর আহত হয়েছেন।
শনিবার (১২ জুন) বিকাল ৩টায় বহদ্দারহাট এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
আহতরা হলেন- বাকলিয়ার কালামিয়া বাজার এলাকার মোছাম্মৎ মর্জিনা (৩৫) এবং কামরুন্নাহার (৩৪)।
বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক শীলব্রত বড়ুয়া।
তিনি জানান, অফিসে যাওয়ার পথে ফোর এইচ গ্রুপের শ্রমিকবাহী একটি গাড়ি বহদ্দারহাট এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে মর্জিনা ও কামরুন্নাহার গুরুতর আহত হন। আজ বিকাল সাড়ে ৩টায় আহত অবস্থায় তাদের হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক ২৮ নম্বর ওয়ার্ডে ভর্তি দেন।
বাংলাধারা/এফএস/এআই













