২৮ অক্টোবর ২০২৫

চান্দগাঁওয়ে জুয়ার সরঞ্জাম ও নগদ টাকাসহ ৫ জুয়াড়ি আটক

বাংলাধারা প্রতিবেদন »

চট্টগ্রাম নগরীর চান্দগাঁও থানার ৪নং ওয়ার্ডের খেজুরতলা এলাকায় অভিযান চালিয়ে জুয়া খেলার সরঞ্জাম ও নগদ টাকাসহ ৫ জুয়াড়িকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (৯ আগস্ট) দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেন চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুস্তাফিজুর রহমান।

গ্রেফতারকৃতরা হলেন- মো. মোরশেদ (২৯), মো. রতন মাঝি (৫২), মো. রাসেল (২৫), আবুল কালাম (৫৫) ও মো. শাকিল (২৪)।

ওসি মো. মুস্তাফিজুর রহমান বলেন, সোমবার রাতে অভিযান চালিয়ে জুয়া খেলার সরঞ্জাম ও নগদ ১ হাজার ২০০ টাকাসহ ৫ জুয়াড়িকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে থানায় নিয়মিত মামলা করা হয়েছে। গ্রেফতার দেখিয়ে তাদের আদালতে পাঠানো হয়েছে।

বাংলাধারা/এফএস/এআই

আরও পড়ুন