৭ নভেম্বর ২০২৫

চান্দগাঁওয়ে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু

বাংলাধারা প্রতিবেদক »

নগরের চান্দগাঁও এলাকায় ট্রাকের ধাক্কায় এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। সোমবার (১৩ সেপ্টেম্বর) দিবাগত রাত ২ টায় চান্দগাঁওয়ের পাঠানিয়া গোদা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

নিহত ওই যুবকের নাম ইমতিয়াজুল হাশেম ইমতু (২৯)। তিনি ৫ নম্বর ওয়ার্ডের মধ্যম মোহরা নূর আহম্মদ আল কাদেরীর নতুন বাড়ীর আবুল হাশেমের ছেলে।

বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির সহকারী উপপরিদর্শক (এএসআই) আলাউদ্দীন তালুকদার।

তিনি বলেন, ‘, চান্দগাঁওয়ের পাঠানিয়া গোদা এলাকায় সড়ক দুর্ঘটনায় এক মোটরসাইকেল আরোহী গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে আাসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। তার লাশ স্বজনরা নিয়ে গেছেন।’

বাংলাধারা/আরএইচআর

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ