২৯ অক্টোবর ২০২৫

চান্দগাঁওয়ে বাস-টেম্পু মুখোমুখি সংঘর্ষ, নিহত ১

বাংলাধারা প্রতিবেদক»

চট্টগ্রামের চান্দগাঁও থানার বাহির সিগন্যাল এলাকায় বাস-টেম্পুর মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে রাজিব হোসেন (৩০) নামে এক টেম্পু যাত্রী নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে প্যারাডাইস কমিউনিটি সেন্টারের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত রাজিব হোসেন মেফ সুতে অপারেটর হিসেবে কর্মরত ছিলেন।

পুলিশ জানায়, সারোয়ার জাহান গ্যাস পাম্প থেকে একটি টেম্পু কমিউনিটি সেন্টারের সামনে আসার পথে বাসের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়।

চান্দগাঁও থানার ওসি মইনুর রহমান বলেন, ঘটনার সময় রাজিব টেম্পুর সামনে চালকের পাশে বসেছিলেন। বাসের সাথে মুখোমুখি সংঘর্ষে রাজিব গুরুতর আহত হয়। পরে তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে।

বাংলাধারা/আরএইচ

আরও পড়ুন