বাংলাধারা স্পোর্টস »
চ্যাম্পিয়নস লিগে বাসাকসেহিরের বিপক্ষে খেলার সময় কুঁচকিতে পাওয়া চোটের কারণে পিএসজি তারকা নেইমারকে চার সপ্তাহের জন্য মাঠের বাইরে থাকতে হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
একাধিক সূত্রের বরাত দিয়ে এ খবর প্রকাশ করেছে ইএসপিএন। প্রতিবেদনে বলা হয়েছে, নেইমারের স্ক্যান রিপোর্টে দেখা গেছে তার বাম অ্যাডাক্টরে বেশ কিছু পেশি ছিঁড়ে গেছে।
চার সপ্তাহের জন্য মাঠের বাইরে চলে হেগলে নঁতে ও রেনের বিপক্ষে লিগ ওয়ানের ম্যাচে এবং আগামী সপ্তাহে লাইপজিগের বিপক্ষে চ্যাম্পিয়নস লিগের ম্যাচে নেইমারকে পাওয়া যাবে না।
সেই সঙ্গে বিশ্বকাপ বাছাইয়ে ১৪ নভেম্বর ভেনেজুয়েলা ও ১৭ নভেম্বর উরুগুয়ের বিপক্ষে ম্যাচে বিশ্বের সবচেয়ে দামি ফুটবলারকে নাও পেতে পারে ব্রাজিল।
পিএসজি কোচ টমাস টুখেল বলেছেন, “ব্রাজিলের হয়ে এই দুই ম্যাচে খেলা নেইমারের পক্ষে সম্ভব নয়। আমার মনে হয় না ওই ম্যাচগুলোতেও (ব্রাজিলের) ও খেলতে পারবে।”
“আর যদি খেলে তার মানে ও চোটে পড়েনি। কিন্তু সেটা ভালো কোনো বার্তা দেবে না। কারণ আমাকে বলা হয়েছে নেইমার আন্তর্জাতিক বিরতির পর ফিরবে।”
নেইমার চোটে পড়ার পর ব্রাজিল কোচ তিতের সমস্যা নতুন করে বাড়ল আরও। বার্সেলনার ফিলিপ কৌতিনহো ও লিভারপুলের ফাবিনহোও চোটে পড়েছেন।
এর সঙ্গে নেইমার যোগ হলে দল নিয়ে নতুন করেই ভাবতে হবে ব্রাজিল কোচকে। যদিও চোট থেকে ফিরেছেন গোলরক্ষক অ্যালিসন। গোলবারের নিচে এবার তারই থাকার কথা।
বাংলাধারা/এফএস/ইরা













