বাংলাধারা প্রতিবেদন »
কক্সবাজারের পেকুয়ায় ত্রাণের ১৫ টন চাউল উত্তোলনের পর গায়েব হওয়ার ঘটনায় সম্পৃক্ত থাকার ’অভিযোগে’ প্রত্যাহার হওয়া পেকুয়া উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাঈকা সাহাদাতের প্রত্যাহারের আদেশ স্থগিত করা হয়েছে।
শুক্রবার (১ মে) চট্টগ্রাম বিভাগীয় কমিশনার কার্যালয়ের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) শংকর রঞ্জন সাহা স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে ইউএনও সাঈকা সাহাদাত জায়গায় বহাল থাকবেন বলে জানানো হয়।
যদিও তার স্থলে নতুন নিয়োগ দেয়া হয় কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমা সিদ্দিকা বেগমকে। বৃহস্পতিবার রাতে জারিকৃত এক প্রজ্ঞাপনে সাঈকা সাহাদাতকে চট্টগ্রাম বিভাগীয় কমিশনার কার্যালয়ে সংযুক্ত করা হয়।
চট্টগ্রাম বিভাগীয় কমিশনার কার্যালয়ের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) শংকর রঞ্জন সাহা স্বাক্ষরিত ওই প্রজ্ঞাপনে নতুন নিয়োগ দেয়া হয় একই সাথে ইউএনওকে আগামী ৩ মের মধ্যে বদলিকৃত কর্মস্থলে যোগদানের আদেশ দেয়া হয়। একদিন পরে ঐ আদেশ স্থগিত করা হয়।
বাংলাধারা/এফএস/টিএম/এএ













