বাংলাধারা ডেস্ক »
মজুরি বাড়ানোর দাবিতে চা শ্রমিকদের আন্দোলনের প্রেক্ষিতে সংকট সমাধানে চা বাগানের মালিকদের সঙ্গে বৈঠকে বসছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আগামীকাল শনিবার (২৬ আগস্ট) বিকাল ৪টায় গণভবনে এই বৈঠক অনুষ্ঠিত হবে।
প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব এম এম ইমরুল কায়েস গণমাধ্যমকপ এ তথ্য নিশ্চিত করেছেন।
দৈনিক মজুরি ১২০ থেকে বাড়িয়ে ৩০০ টাকা করার দাবিতে টানা ১৭ দিন আন্দালন চালিয়ে যাচ্ছেন সিলেট, মৌলভীবাজার ও হবিগঞ্জের চা বাগানের শ্রমিকরা। ধর্মঘটের পাশাপাশি তারা বিভিন্ন মহাসড়ক অবরোধ ও মানববন্ধনসহ বিভিন্ন কর্মসূচি পালন করছেন।
চলমান আন্দোলনের মধ্যেই গত ২০ আগস্ট প্রধানমন্ত্রীর আশ্বাসে মজুরি বাড়িয়ে ১৪৫ টাকা করার ঘোষণা দেওয়া হয়। এতে কয়েকটি বাগানের শ্রমিকরা কাজে ফিরলেও অন্যরা আন্দোলন জোরদার করে তোলে। তারা আগের মতোই ৩০০ টাকা মজুরির দাবিতে আন্দোলন অব্যাহত রাখেন।













