৫ নভেম্বর ২০২৫

ফটিকছড়ি

চিকিৎসাধীন রোগীর মৃত্যু, ক্ষুব্ধ জনতার হাসপাতালে ভাংচুর

চট্টগ্রামের ফটিকছড়িতে ডাক্তারের ‘ভুল চিকিৎসায়’ চিকিৎসাধীন জান্নাতুল মাওয়া রনি (২০) নামের একজনের মৃত্যুর অভিযোগ তুলে হাসপাতাল ভাঙচুর করেছেন ক্ষুব্ধ জনতা।

মঙ্গলবার (৪ জুলাই) রাত ৮টার দিকে উপজেলার বিবিরহাট বাস স্ট্যান্ড (পেট্রোল পাম্প সংলগ্ন) সেবা ক্লিনিক এন্ড ল্যাব ইন এ ঘটনা ঘটে।

নিহত জান্নাতুল মাওয়া রনি (২০) বিবিরহাট বাজারের শাহ আমানত ক্লথ স্টোরের মালিক মো. রুমানের স্ত্রী। জানা যায়, নিহত জান্নাতুল মাওয়া রনির দুই বছরের একজন সন্তান রয়েছে।

এদিকে রনির মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে রাত ৮টার দিকে ক্ষুব্ধ জনতা হাসপাতালে ভাঙচুর চালায়। খবর পেয়ে কিছুক্ষণের মধ্যেই ফটিকছড়ি থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা জানান, ‘আমি খবর পেয়ে ঘটনাস্থলে এসেছি। সাথে ফটিকছড়ি উপজেলা নির্বাহী অফিসার ও হাটহাজারী সার্কেল এসপি মহোদয়ও এসেছেন। আমরা তদন্ত সাপেক্ষে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণ করব।’

আরও পড়ুন