বাংলাধারা প্রতিবেদন »
রাজধানীতে ডেঙ্গু রোগীদের চিকিৎসা দিতে এসে নিজেই মারা গেলেন মাদারীপুর স্বাস্থ্য সদর কমপ্লেক্সের চিকিৎসক তপন কুমার মন্ডল। ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আজ বৃহস্পতিবার সকালে বাংলাদেশ মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যু হয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রনালয়ের এই সহকারীর।
ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ১০ নম্বর অঞ্চলের শ্যামপুর ও জুরাইন এলাকায় ডেঙ্গু রোগীদের চিকিৎসা সহায়তা দিতে মাদারীপুর স্বাস্থ্য কমপ্লেক্স থেকে স্থানান্তর করা হয় তপন কুমারকে।
গত চার দিন আগে তিনি ডেঙ্গুতে আক্রন্ত হন। হাসপাতালে ভর্তি করা হলে আজ তার মৃত্যু হয়।
বাংলাধারা/এফএস/এমআর/টিএম













