৩০ অক্টোবর ২০২৫

সন্ত্রাসীদের গুলিতে খুন-

চিকিৎসা শেষে ক্যাম্পে ফেরা হলো না বৃদ্ধ রোহিঙ্গার

কক্সবাজারের টেকনাফে চিকিৎসা শেষে ক্যাম্পে নিজ ব্লকের সেল্টারে ফেরার পথে সন্ত্রাসীদের গুলিতে এক বৃদ্ধ রোহিঙ্গা খুন হয়েছেন। শনিবার (২৩ ডিসেম্বর) দিনগত রাত সাড়ে ১১টার দিকে টেকনাফের নয়াপাড়া আইপিডি হাসপাতাল থেকে চিকিৎসা শেষে নিজেদের সেল্টারে ফেরার পথে তাকে গুলি করে হত্যা করা হয় বলে জানিয়েছে নিহতের তার ছেলে মো. ইসমাইল।

নিহত আবুল ফয়েজ (৬৫) টেকনাফের নয়াপাড়া রেজিস্টার্ড রোহিঙ্গা ক্যাম্পের সি ব্লকের আব্দুল্লাহর ছেলে।

নিহতের ছেলে মো. ইসমাইল বলেন, নয়াপাড়া ক্যাম্পের ৪-৫ জনের একটি সশস্ত্র সন্ত্রাসী গ্রুপ তাকেসহ ও তার পিতা আবুল ফয়েজ (৬৫)কে অনেকদিন ধরে হত্যার উদ্দেশ্যে হুমকি-ধমকি দিয়ে আসছিল। এ ঘটনায় নিরাপত্তার লক্ষ্যে কিছুদিন পূর্বে টেকনাফ মডেল থানায় একটি জিডি করা হয় (নং-১৪৩৯, তাং-২৬/১১/২৩)।

এরমাঝে তার বাবা অসুস্থ হলে তাকে নয়াপাড়া আইপিডি হাসপাতালে নেয়া হয়। সেখান হতে শনিবার রাত ১১টার দিকে চিকিৎসা শেষে নিজ ব্লকের সেল্টারে ফেরার পথে আমাদের ওপর গুলি করা হয়। এ সময় আমার পিতার পিঠে গুলি লাগলে তিনি পড়ে যান। তাকে উদ্ধার করে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ ওসমান গনি বলেন, হত্যাকন্ডের ঘটনার খবর পেয়ে নিহতের মরদেহটি উদ্ধার করে সুরতহাল রিপোর্ট তৈরির পর ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। কারা গুলি করেছে তাদের সনাক্ত ও বিষয়টি নিয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে উল্লেখ করেন ওসি।

আরও পড়ুন