বাংলাধারা প্রতিবেদন »
মহামারি করোনাভাইসের এই মহাসঙ্কটকালীন সময়ে সাধারণ ওষুধসহ বিভিন্ন ধরনের সুরক্ষাসামগ্রীর কৃত্রিম সংকট তৈরি ও অতিরিক্ত মূল্য বৃদ্ধি করে মানুষকে ভোগান্তির শিকার না করার জন্য ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানিয়েছেন চিটাগাং চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি’র সভাপতি মাহবুবুল আলম।
রোববার (৭ জুন) এক প্রেস বিজ্ঞপ্তিতে চট্টগ্রাম চেম্বার সভাপতি এই আহ্বান জানান।
চট্টগ্রাম চেম্বার সভাপতি বলেন, ব্যবসা একটি মহান পেশা। দেশের এই কঠিন সময়ে ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের উচিত সাধারণ মানুষের সেবায় আত্মনিয়োগ করা। কিন্তু কিছু অসাধু ব্যবসায়ী এই সংকটকালীন সময়েও মানবিকতা ভুলে গিয়ে মানুষের প্রয়োজনকে জিম্মি করে খুব সহজলভ্য ঔষধেরও কৃত্রিম সংকট তৈরি করে ৩/৪ গুণ বেশি দামে বিক্রি করছে অতিরিক্ত মুনাফা লাভের আশায়।
‘শুধুমাত্র ঔষধ ব্যবসায়েই নয় বিভিন্ন খাতে ব্যবসায়ীদের মাঝে এই প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে। মানুষের বিপদকে পুঁজি করে মুনাফা আদায় মানবতা বিবর্জিত ও গর্তিত অপরাধ বলে তিনি মন্তব্য করেন।’
তিনি বলেন, সাধারণ জনগণকে অপ্রয়োজনে আতংকিত না হয়ে কোন প্রকার ডাক্তারের পরামর্শ বা চিকিৎসাপত্র ব্যতীত ঔষধ ক্রয়ে সমস্যাহেতু না করার জন্য তিনি আহবান জানান।’
চেম্বার সভাপতি এই মহামারীর মাঝেও সকল পরিস্থিতি মোকাবেলা, সংক্রমণরোধে জনগণের জীবন যাত্রার নিয়ন্ত্রণ, সার্বিক নিরাপত্তা ও শৃংখলা বজায় রাখতে একদম সামনে থেকে নেতৃত্ব প্রদান ও কাজ করায় প্রশাসন এবং আইন শৃংখলা বাহিনীসহ চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।
তিনি সকল অসাধু তৎপরতা, সিজনাল ব্যবসায়ী ও অতি মুনাফা লোভী ব্যবসায়ীদের প্রতিরোধে নজরদারী বৃদ্ধির উপর গুরুত্বারোপ করে অনুরোধ জানান।
মাহবুবুল আলম জরুরী ঔষধ, কাঁচামাল ও বিভিন্ন চিকিৎসা সামগ্রী আমদানির ক্ষেত্রে অগ্রাধিকার ভিত্তিতে খালাসের ব্যবস্থা গ্রহণের জন্য বন্দর ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি অনুরোধ জানান।
বাংলাধারা/এফএস/টিএম/এএ













