২৮ অক্টোবর ২০২৫

চিকিৎসা সেবার নিরাপত্তায় প্রশাসনের হস্তক্ষেপ চেয়েছে বিবিএমএইচ

বাংলাধারা ডেস্ক »

নগরীর বিশেষায়িত কোভিড-১৯ হাসপাতালে বিবিএমএইচ (বঙ্গবন্ধু মেমোরিয়াল হাসপাতাল) ফয়ে’স লেকে চিকিৎসাসেবা প্রদানে সকল বেআইনি বাধা অপসারণে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছে হাসপাতাল কর্তৃপক্ষ।

রোববার (৫ জুলাই) বিবিএমএইচ-এর পরিচালক (ভারপ্রাপ্ত) কামরুল হাসান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে প্রতিষ্ঠানের চিকিৎসাসেবায় সবধরনের বাধা অপসারণে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, নগরীর বঙ্গবন্ধু মেমোরিয়াল হাসপাতালকে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বাস্থ্য মন্ত্রণালয় কর্তৃক বিশেষায়িত কোভিড-১৯ হাসপাতাল ঘোষণা করা হয়েছে। পুলিশ বাহিনীর সদস্যসহ সর্ব সাধারণের চিকিৎসা সেবায় নিয়োজিত প্রতিষ্ঠানটি নিরবচ্ছিন্ন সেবা কার্যক্রমে প্রতিদিন কিছু ব্যক্তি বেআইনি জনতা গঠনে হাসপাতাল ক্যাম্পাসে আন্দোলনের নামে অরাজক পরিস্থিতির সৃষ্টি করছে।

‘আইনানুগ পন্থায় সরকারি নির্দেশের আলোকে অব্যাহতিপ্রাপ্ত ও শৃঙ্খলাভঙ্গ এবং অসদাচরণের কারণে বহিষ্কৃত কতিপয় ব্যক্তি বহিরাগতের সহায়তায় কোভিড-১৯ সেবা কার্যক্রমে প্রতিনিয়ত মারাত্মকভাবে বাধার সৃষ্টি করছে। তাদের উশৃঙ্খল ও মারমুখী আচরণে সংশ্লিষ্ট দায়িত্বরত চিকিৎসক, নার্স, সেবাকর্মী, কর্মকর্তা-কর্মচারী সকলেই ভীত-সন্ত্রস্ত এবং চরম মারাত্মক নিরাপত্তাহীনতায় ভুগছেন। যা দ্রুত বিচার আইনে ও সংক্রামক রোগ (প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মূল) আইন ২০১৮-এর বিধানমতে শাস্তিযোগ্য অপরাধ।জনহিতকর ও সেবামূলক প্রতিষ্ঠান শ্রম আইনের আওতামুক্ত হওয়া সত্ত্বেও আন্দোলনের নামে উক্ত হাসপাতাল ক্যাম্পাসে শান্তি ও শৃঙ্খলা নিরন্তর ভঙ্গ করা হচ্ছে।’

এ ব্যাপারে বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসন ও সিএমপি কমিশনার মহোদয়ের হস্তক্ষেপ কামনা করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। প্রেস বিজ্ঞপ্তি

বাংলাধারা/এফএস/টিএম/এএ

আরও পড়ুন