২৮ অক্টোবর ২০২৫

চিটাগাং চেম্বার ও চেবু চেম্বার মধ্যকার সমঝোতা স্বারক চুক্তি

বাংলাধারা প্রতিবেদন »

দি চিটাগাং চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি (সিসিসিআই) ও দি চেবু চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি (সিসিসিআই), ফিলিপাইন্স মধ্যকার দ্বিপাক্ষিক ব্যবসা-বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ এবং বেসরকারী খাতের উন্নয়নে এক সমঝোতা স্বারক চুক্তি অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৩ ডিসেম্বর) ঢাকার পররাষ্ট্র মন্ত্রাণালয়ে এ সমঝোতা স্বারক চুক্তি অনুষ্ঠিত হয়।

চুক্তিতে চিটাগাং চেম্বারের পক্ষে সভাপতি মাহবুবুল আলম ও চেবু চেম্বারের পক্ষে ফিলিপাইন্স এশিয়া ও প্যাসিফিক এ্যাফেয়ার্স এর ইনচার্জ ও সাবেক রাষ্ট্রদূত ম্যায়নার্দো এলবি.মন্টিলেগ্রি স্বাক্ষর করেন।

এ সময় বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রনালয়ের সেক্রেটারী মাসুদ বিন মোমেন, ম্যানিলাস্থ বাংলাদেশের রাষ্ট্রদূত আসাদ আলম সিয়ামসহ উভয় সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয় ও চেম্বারের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

স্বাক্ষর অনুষ্ঠানে চিটাগাং চেম্বার সভাপতি মাহবুবুল আলম বলেন, ফিলিপাইন্সের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এবং বাণিজ্যিক সম্ভাবনা থাকা সত্তে¡ও ব্যবসা এবং বিনিয়োগ কাঙ্খিত পরিমানে বৃদ্ধি পায়নি।

তিনি এ সমঝোতা স্বারক চুক্তির মাধ্যমে উভয় দেশের ব্যবসায়ী সমাজ তথা বেসরকারী খাত লাভবান হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

চেম্বার সভাপতি বিদেশী বিনিয়োগ আকর্ষণে বর্তমান ব্যবসা ও বিনিয়োগবান্ধব সরকারের গৃহীত নীতিমালা এবং প্রণোদনামূলক সুযোগ-সুবিধা অবহিত করতঃ বাংলাদেশের বিশেষায়িত অর্থনৈতিক অঞ্চল ও হাইটেক পার্কসহ চট্টগ্রামের মিরসরাই অর্থনৈতিক অঞ্চলে ফিলিপাইন্স বিনিয়োগ কামনা করেন।

মাহবুবুল আলম বাংলাদেশের উন্নত মানের চাল, আলু, ফলমূল, ঔষধ, প্রক্রিয়াজাত খাদ্যসামগ্রী যাতে সহজে ফিলিপাইন্স বাজারে প্রবেশ করতে পারে এ ব্যাপারে প্রতিনিধিদলের সহায়তা কামনা করেন।

প্রতিনিধিদলনেতা ম্যায়নার্দো এলবি.মন্টিলেগ্রি বিগত বছরগুলোতে বাংলাদেশের অভাবনীয় সাফল্যের প্রশংসা করে বলেন, বাংলাদেশ হতে যাচ্ছে এশিয়ার অন্যতম অর্থনৈতিক সুপার পাওয়ার। তিনি এদেশের অর্থনীতির অদম্য অগ্রযাত্রার ঈর্ষান্বিত সাফল্য ফিলিপাইন্স উদ্যোক্তাদের বাংলাদেশে বিনিয়োগে উৎসাহিত করছে বলে জানান।

ম্যায়নার্দো বন্দর নগরী চেবু ও চট্টগ্রামের মধ্যে পারস্পরিক সম্পর্কোন্নয়নের উপর গুরুত্বারোপ করে বেসরকারী খাতের কল্যাণে ব্যবসায়ীদের যোগাযোগ বৃদ্ধিতে চিটাগাং চেম্বারের সহযোগিতা কামনা করেন।

বাংলাধারা/এফএস/টিএম

আরও পড়ুন