বাংলাধারা প্রতিবেদন »
দি চিটাগাং চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি’র সভাপতি মাহবুবুল আলমের সাথে কেভিন লো, সিনিয়র লীড, সিংগাপুর ইনফ্রাস্ট্রাকচার এশিয়া’র নেতৃত্বে একটি প্রতিনিধিদল মতবিনিময় করেন।
বুধবার (৫ ফেব্রুয়ারি) নগরীর একটি অভিজাত হোটেলে অনুষ্ঠিত এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
প্রতিনিধিদলকে স্বাগতঃ জানিয়ে চেম্বার সভাপতি বলেন-সিংগাপুর হচ্ছে বাংলাদেশের অন্যতম বন্ধুপ্রতীম দেশ এবং আর্থ-সামাজিক উন্নয়নের গুরুত্বপূর্ণ অংশীদার। চট্টগ্রাম ও সিংগাপুর সিটির সাথে বন্দরের সাদৃশ্যের প্রসংঙ্গ উল্লেখ করে এক্ষেত্রে দু’সিটি ঘনিষ্ঠভাবে কাজ করতে পারে বলে তিনি জানান। মাহবুবুল আলম অবকাঠামোগত উন্নয়নে সিংগাপুর সরকারের সময়োপযোগী এই উদ্যোগের প্রশংসা করে এশিয়ার অন্যান্য দেশের ন্যায় বাংলাদেশ সরকার ও বেসরকারি খাতের উদ্যোক্তাবৃন্দ বিশেষভাবে উপকৃত হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন।
প্রতিনিধি দলনেতা কেভিন লো বিগত বছরগুলোতে বাংলাদেশের ধারাবাহিক অগ্রগতির প্রশংসা করে এদেশে সিংগাপুরী বিনিয়োগের আগ্রহের কথা জানান।
তিনি ইনফ্রাস্ট্রাকচার এশিয়াকে সরকারি প্রতিষ্ঠান উল্লেখ করে বলেন, তাঁর সফরের উদ্দেশ্য হচ্ছে বাংলাদেশ সরকার ও বেসরকারি খাত সংশ্লিষ্ট সম্ভাবনাময় অবকাঠামো প্রকল্প চিহ্নিতপূর্বক তা বাস্তবায়নে আন্তর্জাতিক মূলধন সরবরাহকারী প্রতিষ্ঠান ও বিনিয়োগকারীদের সাথে সংযোগ স্থাপনসহ প্রকল্পের সম্ভাব্যতা যাচাই, ডিজাইন নিরূপন, প্রকৌশল, আহরণ এবং নির্মাণ (ইপিসি) এ সেতুবন্ধনকারী হিসাবে সার্বিক সহযোগিতা প্রদান করা। চেম্বার পরিচালক সৈয়দ মোহাম্মদ তানভীর চট্টগ্রাম অঞ্চলের চলমান ও আগামী প্রকল্প ঘিরে বিশাল কর্মযজ্ঞ সম্পর্কে প্রতিনিধিদলকে অবহিত করেন এবং সঠিক সময়ে তাদের এই আগমনকে সাধুবাদ জানান।
এ সময় উপস্থিত ছিলেন চেম্বার পরিচালক সৈয়দ মোহাম্মদ তানভীর, প্রতিনিধিদলের লীড গেইল ট্যান, সিপিডিএল’র ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার ইফতেখার হোসেন, চট্টগ্রাম ওয়াসা ডিএমডি (এডমিন) গোলাম হোসেন, রিহ্যাব পরিচালক মাহবুব সোবহান জালাল ও সিডিএ’র উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ প্রমুখ।
বাংলাধারা/এফএস/টিএম













