২৮ অক্টোবর ২০২৫

চিনির দাম নিয়ে নয়-ছয়, চাক্তাই-খাতুনগঞ্জের ২ প্রতিষ্ঠানকে জরিমানা

বাংলাধারা প্রতিবেদক »

বেশি দামে চিনি বিক্রি করার অভিযোগে নগরের খাতুনগঞ্জ ও চাক্তাইয়ের দুটি প্রতিষ্ঠানকে অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এসময় দুই প্রতিষ্ঠানকে মোট ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।

রবিবার (২৩ অক্টোবর) সকালে এ অভিযান চালান ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চট্টগ্রাম জেলা সহকারী পরিচালক নাসরিন আকতার।

সহকারী পরিচালক নাসরিন আকতার বলেন, চট্টগ্রামের চিনি উৎপাদনকারী প্রতিষ্ঠান এস আলম গ্রুপ থেকে আগাম চিনি কিনে বেশি দামে বিক্রি করে ইবনাত ট্রেডার্স বাজার অস্থিতিশীল করছিল বলে অভিযোগ পাওয়া যায়। একই অভিযোগ ছিল নিশাত ট্রেডিংয়ের বিরুদ্ধেও। খাতুনগঞ্জের ইবনাত ট্রেডিংকে ১৫ হাজার টাকা ও চাক্তাইয়ের নিশাত ট্রেডিংকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

আরও পড়ুন