২৫ অক্টোবর ২০২৫

‘চিন্তার কোনো কারণ নেই, তালেবান ক্রিকেট ভালোবাসে’

আন্তর্জাতিক ডেস্ক»

তালেবান আফগানিস্তান নিয়ন্ত্রণ নেওয়ার পর দেশটির ক্রিকেট নিয়ে কিছুটা অনিশ্চয়তা তৈরি হলেও আফগান ক্রিকেট বোর্ড আশাবাদের কথা শুনিয়েছে।

আফগান ক্রিকেট বোর্ডের সিইও হামিদ সিনওয়ারি বলেছেন, ‘চিন্তার কোনো কারণ নেই। তালেবান ক্রিকেট ভালোবাসে। ‘

জানা গেছে, আফগানিস্তান ক্রিকেট বোর্ডের নতুন চেয়ারম্যান পদে আবারও বসানো হয়েছে আজিজুল্লাহ ফাজলিকে। তালেবানরা আফগানিস্তানের নিয়ন্ত্রণ নেওয়ার পর ক্রিকেট বোর্ডে এটিই সবচেয়ে বড় পরিবর্তন।

এক টুইট বার্তায় আফগানিস্তান ক্রিকেট বোর্ড জানিয়েছে, ‘এখন থেকে ফাজলির নেতৃত্বেই ক্রিকেট বোর্ড চলবে। আগামী টুর্নামেন্টগুলোর বিষয়ে তিনিই দেখভাল করবেন।‘

ফাজলি এর আগে ২০১৮ সালের সেপ্টেম্বর থেকে ২০১৯ সালের জুলাই পর্যন্ত আফগানিস্তান ক্রিকেট বোর্ডের প্রধানের দায়িত্ব ছিলেন। আতিফ মশালের পদত্যাগের পর তিনি এসিবির চেয়ারম্যান হয়েছিলেন। ২০১৯ সালে ইংল্যান্ডে অনুষ্ঠিত বিশ্বকাপে আফগানিস্তানের ব্যর্থতার পর ফাজিলের স্থলাভিষিক্ত হয়েছিলেন ফারহান ইউসুফজাই।

এদিকে গত বৃহস্পতিবার কাবুলে আফগানিস্তান ক্রিকেট বোর্ডের (এসিবি) সদর দপ্তরে যায় তালেবান বাহিনী। সেই ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। বিভিন্ন আন্তর্জাতিক খবর সূত্রে জানা যায়, আফগানিস্তানের সাবেক ক্রিকেটার আব্দুল্লা মাজারিওকে সঙ্গে নিয়ে সেখানে যায় তালেবান।

এদিকে আফগান ক্রিকেটে শঙ্কার কালো মেঘ সরে গেছে। পাকিস্তানের বিপক্ষে সিরিজের জন্য অনুশীলনে ফিরেছেন ক্রিকেটাররা।

গত বুধবার থেকে কাবুল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুশীলন করছেন ক্রিকেটাররা। সামাজিক যোগাযোগমাধ্যমে কয়েকটি ছবি পোস্ট করেছে এসিবি। পাকিস্তানের বিপক্ষে সিরিজটি খেলতে শ্রীলঙ্কায় যাবে আফগান দল।

সংযুক্ত আরব আমিরাতে সিরিজটি হওয়ার কথা থকালেও আইপিএলের কারণে শ্রীলঙ্কায় হচ্ছে। সেপ্টেম্বরের শুরুতে মাঠে গড়াবে সিরিজটি।

বাংলাধারা/এফএস/এফএস

আরও পড়ুন