বাংলাধারা ডেস্ক »
পেঁয়াজের দাম অস্বাভাবিক বৃদ্ধির পেছনে কোন চক্রান্ত আছে কিনা তা খুঁজে দেখতে হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেশে পেঁয়াজের বাজার স্থিতিশীল করতে বিদেশ থেকে বিমানে পেঁয়াজ আনা হচ্ছে বলেও জানান তিনি।
শনিবার (১৬ নভেম্বর) ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের জাতীয় সম্মেলন প্রধানমন্ত্রী আরও বলেন, পেঁয়াজ বিমানে উঠে গেছে। কাজেই চিন্তা নেই। দু’একদিনের মধ্যেই কার্গো বিমান ঢাকায় পৌঁছবে। পেঁয়াজের অস্বাভাবিক দাম বৃদ্ধির কারণ সরকার খতিয়ে দেখছে ।প্রায় সব দেশেই পেঁয়াজের দাম বেড়েছে এটা ঠিক। এদেশে এত অস্বাভাবিকভাবে দাম বেড়েছে কেন-তা বোধগম্য নয়। দাম বৃদ্ধি পেছনের মূল কারণ খুঁজে বের করত হবে।
অনেক সময় মূল কারণ না জেনে বিভিন্ন গুজব ছড়ানো হয়। দেশের মানুষ যখন উন্নয়নের ছোঁয়া পাচ্ছে তখন অপপ্রচার চালাচ্ছে একদল একটা ইস্যু তৈরি করে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করা হয়।এ চেষ্টা না করতে সবার প্রতি অনুরোধ জানান তিনি।
শেখ হাসিনা বলেন, আবহাওয়ার কারণে অনেক সময় বিভিন্ন পণ্যের উৎপাদন কমে বা বাড়ে। যারা মজুদ করে দাম বাড়াতে চায় তাদের মনে রাখতে হবে পেঁয়াজ পচেও যায়।
প্রধানমন্ত্রী বলেন, মাদক, সন্ত্রাস, দুনীতি দূর করে দেশে শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে কাজ করছে আওয়ামী লীগ সরকার।মাদক ও দুনীতির বিরুদ্ধে চলা অভিযান অব্যাহত থাকবে। সন্ত্রাসী কর্মকাণ্ড, দুর্নীতি, চাঁদাবাজি, অসৎ উপায়ে অর্থ উপার্জন করে সেটা দিয়ে বিলাসবহুল জীবনযাপন করা এটা কখনো দেশের মানুষ বরদাস্ত করে না। অসৎ উপায়ে উপার্জিত অর্থ দিয়ে বিরিয়ানি খাওয়ার চেয়ে সৎ পথে নুন-ভাত খাওয়া অনেক মর্যাদার, অনেক সম্মানের, অনেক ভালো। এটাই হলো বাস্তবতা।বাংলাদেশের মানুষের শান্তি, নিরাপত্তা নিশ্চিত করতে হবে। আর একটা শান্তিপূর্ণ পরিবেশ থাকলেই উন্নতি সম্ভব। অসৎ পথের আয়কে বর্জন করে সৎ পথে চলতে ও দেশের মানুষের জন্য কাজ করতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান তিনি।
আওয়ামী সভাপতি বলেন, যারা দেশের স্বাধীনতা চায়নি তারাই বাংলাদেশর চেতনাকে পঁচাত্তরে ধ্বংস করতে চেয়েছে। জিয়াউর রহমান থেকে খালেদা জিয়া পর্যন্ত সবাই দুর্নীতির সঙ্গে জড়িত। তাই এরা যেন আর কখনো ক্ষমতায় আসতে না পারে সেদিকে সজাগ দৃষ্টি রাখার দেশের মানুষের প্রতি আহ্বান জানান তিনি।
এরআগে সকাল ১১টায়, রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে স্বেচ্ছাসেবক লীগের সম্মেলনে যোগ দেন প্রধানমন্ত্রী। সে সময় স্বেচ্ছাসেবক লীগের সম্মেলনে নতুন নেতৃত্বকে ভোগের রাজনীতির চেয়ে ত্যাগের রাজনীতি করার আহ্বান জানান, আওয়ামী লীগ সভাপতি।
বাংলাধারা/এফএস/টিএম













