রাষ্ট্রদ্রোহ মামলায় কারাবন্দি সনাতনী জাগরণ জোটের মুখপত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রক্ষ্মচারীকে আরও চারটি মামলায় গ্রেপ্তার (শ্যোন অ্যারেস্ট) দেখানোর আদেশ দিয়েছেন আদালত। এ নিয়ে চট্টগ্রামের আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যাসহ মোট পাঁচ মামলায় গ্রেপ্তার দেখানো হলো তাঁকে।
মঙ্গলবার (৬ মে) চট্টগ্রামের ষষ্ঠ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এস এম আলাউদ্দিনের আদালতে মামলাগুলোর তদন্ত কর্মকর্তাদের আবেদনের শুনানি অনুষ্ঠিত হয়। শুনানি শেষে আদালত চার মামলাতেই চিন্ময় দাসকে গ্রেপ্তার দেখানোর নির্দেশ দেন। শুনানিতে কারাগার থেকে ভার্চুয়ালি যুক্ত ছিলেন চিন্ময়।
চট্টগ্রাম মহানগর আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর রায়হানুল ওয়াজেদ চৌধুরী এবং নগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (প্রসিকিউশন) মফিজ উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন। পুলিশের ভাষ্যমতে, কোতোয়ালি থানার পুলিশের কাজে বাধা, আদালতপাড়া এলাকায় আইনজীবী ও বিচারপ্রার্থীদের ওপর হামলা ও বিস্ফোরক দ্রব্য আইনে দায়ের করা মামলাগুলোর তদন্ত চলছে।
এর আগে সোমবার (৫ মে) আইনজীবী আলিফ হত্যা মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানোর আদেশ দেন একই আদালত। এই মামলায়ও তিনি ভার্চুয়ালি উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, ২০২৩ সালের ২৬ নভেম্বর চিন্ময় দাসের জামিন শুনানিকে কেন্দ্র করে চট্টগ্রাম আদালতপাড়ায় সংঘর্ষের ঘটনা ঘটে। এতে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ নিহত হন। তার বাবা জামাল উদ্দিন বাদী হয়ে ৩১ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন। একই সঙ্গে পুলিশের কাজে বাধা, ককটেল বিস্ফোরণ ও হামলার অভিযোগে আরও পাঁচটি মামলা হয়। এখন পর্যন্ত এসব মামলায় মোট ৫১ জনকে গ্রেপ্তার করা হয়েছে, যার মধ্যে ২১ জন সরাসরি হত্যাকাণ্ডে জড়িত বলে অভিযোগ রয়েছে।
চিন্ময় দাসের বিরুদ্ধে আরও একটি রাষ্ট্রদ্রোহ মামলা রয়েছে। ২০২৩ সালের ৩১ অক্টোবর জাতীয় পতাকা অবমাননার অভিযোগে বিএনপি নেতা ফিরোজ খান কোতোয়ালি থানায় এ মামলা করেন। পরে তাকেও বিএনপি থেকে অব্যাহতি দেওয়া হয়। ওই মামলায় চিন্ময় দাসকে ২৫ নভেম্বর ঢাকার গাবতলী এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। বর্তমানে তিনি চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে আটক রয়েছেন।
এআরই/বাংলাধারা