২৪ অক্টোবর ২০২৫

চিন্ময় দাসের জামিন শুনানি আজ

রাষ্ট্রদ্রোহ মামলায় আটক সাবেক ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাসের জামিন আদেশ নিয়ে আজ (রোববার, ৪ মে) দেশের সর্বোচ্চ আদালতের চেম্বার কোর্টে গুরুত্বপূর্ণ শুনানি অনুষ্ঠিত হবে।

এর আগে গত ৩০ এপ্রিল, হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ — বিচারপতি আতোয়ার রহমান খান ও বিচারপতি আলী রেজা — চিন্ময় কৃষ্ণ দাসের জামিন আবেদন মঞ্জুর করেন এবং তাঁর জামিন প্রশ্নে জারি করা রুল নিষ্পত্তি করেন। তবে ওই আদেশের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ তাৎক্ষণিকভাবে আপিল বিভাগে আবেদন জানায় এবং একই দিন সন্ধ্যায় চেম্বার আদালতের বিচারপতি মো. রেজাউল হক হাইকোর্ট প্রদত্ত জামিন স্থগিত করেন।

রাষ্ট্রপক্ষের অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল আরশাদুর রউফ সাংবাদিকদের জানিয়েছেন, “রোববার (৪ মে) চেম্বার আদালতে এ বিষয়ে শুনানি হবে।”

চিন্ময় কৃষ্ণ দাসের আইনজীবী অপূর্ব কুমার ভট্টাচার্য বলেন, “নিম্ন আদালতে জামিন না পেলেও হাইকোর্ট থেকে তিনি জামিন পেয়েছেন। তবে কাগজপত্রের আনুষ্ঠানিকতা সম্পন্ন না হওয়ায় তাৎক্ষণিক মুক্তি পাচ্ছেন না।” তিনি জানান, হাইকোর্টের আদেশ নিম্ন আদালতে পৌঁছাতে সপ্তাহখানেক সময় লাগতে পারে।

তিনি আরও বলেন, “গত কয়েকদিন আগে চিন্ময় দাসের মা ও আমি কারাগারে গিয়ে তাঁর সঙ্গে দেখা করেছি। ওনার স্বাস্থ্য কিছুটা দুর্বল হয়েছে, প্রায় ৭ কেজি ওজন কমেছে। তবে মানসিকভাবে তিনি ভালো আছেন। আমি তাঁকে জামিনের ব্যাপারে আশ্বাস দিয়েছি।”

উল্লেখ্য, চিন্ময় কৃষ্ণ দাস প্রায় পাঁচ মাস আগে রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার হয়ে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে বন্দি আছেন।

আরও পড়ুন