১৬ ডিসেম্বর ২০২৫

চীনে আবারও বন্যা, নিহত ২১

আন্তর্জাতিক ডেস্ক» 

চীনের হুবেই প্রদেশে গত মাসে ভয়াবহ বন্যার রেশ কাটিয়ে না উঠতেই আবারও ভারী বৃষ্টিপাতের ফলে দেখা দিয়েছে বন্যা। এতে প্রায় ২১ জনের মৃত্যু হয়েছে।   

হুবেই প্রদেশের দুর্যোগ ব্যবস্থাপনা ব্যুরো জানিয়েছে, “প্রবল বৃষ্টিপাতের কারণে প্রদেশটিতে ভূমিধস দেখা দিয়েছে। ধসে পড়েছে শত শত বাড়িঘর। হতাহতের ঝুঁকি এড়াতে সরিয়ে নেওয়া হয়েছে প্রায় ৬ হাজার বাসিন্দাকে।

চীনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়ার খবরে বলা হয়, গত বুধবার থেকে বৃষ্টিপাত হচ্ছে। এখন পর্যন্ত ২১ জনের মৃত্যুর খবর পাওয়া গেলেও ৪ জন নিখোঁজ রয়েছে। মৃতদের বেশিরভাগই সুইঝু লিউলিন টাউনের বাসিন্দা। শুক্রবার (১৩ আগস্ট) চীনা সংবাদ সংস্থা সিনহুয়া এ তথ্য জানায়।

বন্যার একটি ভিডিও ফুটেজে দেখা গেছে, প্রদেশটির ইচেং শহরে বন্যার পানি প্রায় কোমরসমান উচ্চতায় পৌঁছে গেছে। শহরের বাসিন্দাদের পানির মধ্য দিয়ে চলাচল করতে দেখা গেছে। সেখানে লোকজনকে নিরাপদে সরিয়ে নিতে কাজ করছেন উদ্ধারকারীরা।

গতকাল বৃহস্পতিবার শহরটিতে ৪৮০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়।

দেশটির জরুরি ব্যবস্থাপনা মন্ত্রণালয় জানিয়েছে, সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত এলাকায় উদ্ধারকর্মীদের পাঠানো হয়েছে। এর মধ্যে রয়েছে সুইঝু, জিয়ানজিয়াং এবং শিয়াওগান শহর।

অতিরিক্ত বৃষ্টি ও বন্যায় প্রায় ২৭০০-এর বেশি বাড়ি ও দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে। বিঘ্নিত হয়েছে বিদ্যুৎ, পরিবহন ও যোগাযোগ ব্যবস্থা।

সংবাদ সংস্থা সিনহুয়া জানায়, বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত হুবেইয়ের ৭৭৪টি ও ইয়েচেংয়ের ৪৪টি জলাধার বন্যা সতর্কতার মাত্রা অতিক্রম করেছে। চরম আবহাওয়ায় ৮১১০ হেক্টর ফসলের ক্ষতি হয়েছে। এতে মোট ক্ষতির পরিমাণ ১০৮ মিলিয়ন ইউয়ান (১৬.৬৭ মিলিয়ন মার্কিন ডলার) বলে জানিয়েছে প্রদেশের জরুরি ব্যবস্থাপনা ব্যুরো।

বাংলাধারা/এফএস/এফএস

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ